ম্যাচের বিশেষ

* গত ১২ ম্যাচে এ নিয়ে ৩০০ রানের নিচে ভারতের ইনিংস শেষ হলো ১৬ বার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
আগের ১১ টেস্টে ভারত হেরেছে ৬টি। আর জয় ২টি ম্যাচে।
* গত বছর বিদেশের মাটিতে ভারতের উইকেট প্রতি রান গড় ছিল ২৭.২৯। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এ গড় সর্বনিম্ন।
* ক্যারিয়ারের ৪ টেস্টে প্যাটিনসনের উইকেট ২৪টি। এর ১৭টিই প্রতিপক্ষ দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের। আর এদের ৪ জন প্যাটিনসনের বলে ‘শূন্য’ রানে মাঠ ছাড়েন।
* ভারতের ১৯১ রান  ১৯৯০ সালের পর সিডনির মাঠে প্রথম ইনিংসে তাদের চতুর্থ সর্বনিম্ন।
স্কোর কার্ড
টস : ভারত
ভারত ১ম ইনিংস     রান     বল     ৪     ৬
গম্ভীর ক ক্লার্ক ব প্যাটিনসন     ০     ৩     ০     ০
সেওয়াগ ক হ্যাডিন ব প্যাটিনসন     ৩০     ৫১     ৪     ০
দ্রাবিড় ক কাওয়ান ব সিডল     ৫     ৩৩     ১     ০
শচীন ব প্যাটিনসন     ৪১     ৮৯     ৮     ০
লক্ষণ ক মার্শ ব প্যাটিনসন     ২     ৯     ০     ০
কোহলি ক হ্যাডিন ব সিডল     ২৩     ৪১     ৩     ০
ধোনি অপরাজিত     ৫৭     ৭৭     ৮     ০
অশ্বিন ক ক্লার্ক ব হিলফেনহস     ২০     ৩৯     ১     ০
জহির ক কাওয়ান হিলফেনহস     ০     ১     ০     ০
যাদব ক হ্যাডিন ব সিডল     ০     ১০     ০     ০
অতিরিক্ত (ব ৩, লে ৬, ও ২, নো ২)     ১৩
মোট (অলআউট ৫৯.৩ ওভার)        ১৯১ (৩.২১)
উইকেট পতন: ১/০ (গম্ভীর, ০.৩ ওভার), ২/৩০ (দ্রাবিড়, ১০.৩), ৩/৫৫ (সেওয়াগ, ১৮.২), ৪/৫৯ (লক্ষণ, ২০.৫), ৫/৯৬ (কোহলি, ৩২.৬), ৬/১২৪ (শচীন, ৪০.৫), ৭/১৭৮ (অশ্বিন, ৫৪.২), ৮/১৭৮ ( জহির, ৫৪.৩), ৯/১৮৬ (শর্মা, ৫৬.৩), ১০/১৯১ (যাদব, ৫৯.৩)
বোলিং: প্যাটিনসন ১৪-৩-৪৩-৪, হিলফেনহস ২২-৯-৫১-৩, সিডল ১৩.৩-৩-৫৫-৩, হাসি ২-০-৮-০, লায়ন ৮-০-২৫-০।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস     রান     বল     ৪     ৬
ওয়ার্নার ক শচীন ব জহির     ৮     ৬     ১     ০
কাওয়ান এলবি জহির     ১৬     ২৮     ২     ০
মার্শ ক লক্ষণ ব জহির     ০     ১     ০     ০
পন্টিং অপরাজিত     ৪৪     ৬২     ৫     ০
ক্লার্ক অপরাজিত     ৪৭     ৫৯     ৭     ০
অতিরিক্ত (লেগবাই ১)    ১
মোট (২৬ ওভার ৩ উইকেট)    ১১৬  
উইকেট পতন: ১/৮ (ওয়ার্নার, ০.৬), ২/৮ (মার্শ ২.১), ৩/৩৭ (কাওয়ান, ৮.৫)
বোলিং: জহির ৯-২-২৬-৩, যাদব ৮-১-৪২-০, শর্মা ৬-০-৩০-০, অশ্বিন ২-০-১১-০, সেওয়াগ ১-০-৬-০।

No comments

Powered by Blogger.