ইলিয়াস আলীসহ ৬৬ বিএনপি নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার: ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ৬৬ নেতাকর্মীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ জামিন মঞ্জুর করে। গত ১৮ই ডিসেম্বর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে সিলেটে পাঁচটি এবং সিরাজগঞ্জে একটি মামলা করা হয়। এর মধ্যে চারটি মামলায় জামিন চান এম ইলিয়াস আলী। এছাড়া, বাকি মামলাগুলোতে ৬৫ জন জামিন চান। সোমবার এসব আবেদনের ওপর শুনানি হয়। জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং এডভোকেট খন্দকার আহসান হাবিব। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রাজনৈতিক উদ্দেশে এসব মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে আদালত এখনও চার্জশিট গ্রহণ করেনি।

No comments

Powered by Blogger.