মে মাসে তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা

অর্থনৈতিক রিপোর্টার: চলতি বছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা-২০১২। মেলা চলবে ৩১শে মে থেকে ২রা জুন পর্যন্ত। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বাণিজ্যমেলার আয়োজন করছে ইন্ডিয়া বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)। বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসমূহ মেলায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। মেলার ইভেন্ট ব্যবস্থাপনা করবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. (টিমস)। সমপ্রতি আইবিসিসিআই এবং টিমস’র মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইবিসিসিআই সহসভাপতি ও মেলা উপ-কমিটির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ এবং টিমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্ত্তজা চৌধুরী এবং আইবিসিসিআই সেক্রেটারি জাহাঙ্গীর বিন আলম উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.