নারী উন্নয়ন বিষয়ক মার্কিন প্রতিনিধিরা আসছেন আজ

কূটনৈতিক রিপোর্টার: মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য বেটি ম্যাককোলাম (ডেমোক্র্যাট) এবং নারীবিষয়ক মার্কিন দূত মেলান ভেরভিয়ার আজ ঢাকা আসছেন। গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নারীদের অধিকার ও তাদের উন্নয়নে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা, কম্যুনিটি-পর্যায় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং নারী স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিমালা প্রসারের উদ্দেশে তাদের এ সফর। সফরকালে কংগ্রেস সদস্য ম্যাককোলাম এবং রাষ্ট্রদূত ভেরভিয়ার মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য, শিক্ষায় তরুণীদের অংশগ্রহণের উন্নয়ন, বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা, মানবপাচার এবং জলবায়ুর পবিবর্তনে নারীদের ভূমিকার মতো বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কংগ্রেস সদস্য ম্যাককোলাম একজন ডেমোক্র্যাট এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ষষ্ঠবারের মতো প্রতিনিধিত্ব করছেন। সমপ্রতি তিনি কংগ্রেসে একটি আইন উপস্থাপন করেছেন যা বাল্যবিয়েকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তিনি দেশটির পররাষ্ট্রনীতির অংশ হিসেবে বাল্যবিয়ে বিলোপের জন্য প্রচারণা শুরু করেছেন। রাষ্ট্রদূত ভেরভিয়ার পররাষ্ট্র দপ্তরের বিশ্ব নারীবিষয়ক পরিচালক হিসেবে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র নীতিমালা এবং কর্মসূচির সমন্বয় করে থাকেন। তিনি নারীর অধিকার, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূিচ পরিকল্পনার মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নারী ও তরুণীদের অংশগ্রহণ বৃদ্ধি, নারী ও তরুণীদের ওপর সব ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং দেশটির নীতিনির্ধারণে মানবাধিকারের সঙ্গে পরিপূর্ণভাবে নারীর অধিকার সমন্বিত করার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে  থাকেন। রাষ্ট্রদূত ভেরভিয়ার আগামী ৬ই জানুয়ারি নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন আর কংগ্রেস সদস্য ম্যাককোলাম ১০ই জানুয়ারি পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখবেন।

No comments

Powered by Blogger.