অপ্রতিদ্বন্দ্বী ধর্মদাসা

স্পোর্টস ডেস্ক: গত ৭ বছরে কোন নির্বাচন হয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি)। এবার হলো। তবে তা নির্বাচন না বলে এর শুধুমাত্র আনুষ্ঠানিকতাও বলা যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএলসি’র সভাপতি নির্বাচিত হয়েছেন উপলি ধর্মদাসা। বিনা বাধায় নির্বাচিত হয়েছে ধর্মদাসার নিজ পরিষদও। শেষ মুহূর্তে এ নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন সব প্রার্থী। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ করতেই বাকিরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে মুখ খুলেন সরে দাঁড়ানো প্রার্থী মোহন ডি সিলভা। লঙ্কান এ ক্রিকেট সংগঠক বলেন, বোর্ডের নির্বাচন রাজনৈতিক ভোটাভুটি নয়। এতে সরকারি হস্তক্ষেপ মানা যায় না। লঙ্কান বোর্ড একটি স্বাধীন সংস্থা। আর ক্রিকেট ভদ্রলোকের খেলা। লঙ্কান বোর্ডে সরকারি খবরদারির প্রশ্ন ছিল আগেও। কিন্তু এবার নির্বাচনে সে প্রশ্ন আরও বড় হলো- মনে করে  শ্রীলঙ্কার গণমাধ্যম। ২০০৪ সালে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নেয় এসএলসি’র। এর পর থেকে নির্বাচনের নাম নেয়নি লঙ্কান বোর্ড। ৯ সদস্যের এ কমিটির পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে। যদিও ২০১২ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশ রয়েছে আইসিসি’র নতুন আইনে। ১৯৯৬-৯৮ পর্যন্ত এসএলসি’র সভাপতির দায়িত্বে ছিলেন ধর্মদাসা। পরে ভেঙে দেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী কমিটির  শীর্ষ পদ ধরে রেখেছিলেন তিনি।

No comments

Powered by Blogger.