কাতারে অফিস খুলবে তালেবান !

উপসাগরীয় গ্যাসসমৃদ্ধ রাজতান্ত্রিক আরব দেশ কাতার সমপ্রতি আফগানিস্তানের তালেবানদের দেশটির রাজধানী দোহায় তাদের আন্তর্জাতিক লিয়াজোঁ অফিস খোলার প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে শেখ শাসিত দেশটি তালেবান ও আন্তর্জাতিক সমপ্রদায়ের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ারও ইচ্ছা পোষণ করেছে। ইতিমধ্যেই বিরাট অর্থ ও জ্বালানির অধিকারী এ দেশটি লিবিয়ার বিদ্রোহীদের বিপুল অর্থ ও সামরিক সহায়তা দিয়ে গাদ্দাফির পতন ঘটিয়েছে। সিরিয়ার বিরুদ্ধেও আরব লীগকে দিয়ে অবরোধ আরোপ করিয়েছে। যদিও কাতারের এসব ভূমিকাকে কূটনীতিকরা দেশটির সক্ষমতার চেয়ে বেশী মাতব্বরি হিসেবে দেখছেন। তবু দেশটি আঞ্চলিক রাজনীতিতে নিয়ামকের ভূমিকা পালন করতে চাচ্ছে। অর্থনীতিতে সমৃদ্ধ কাতার উপসাগরীয় খেলার মাঠ হিসেবে পরিচিত দুবাইকে পিছনে ফেলে ফুটবল বিশ্বকাপ ২০২২ আয়োজন করতে যাচ্ছে। বিশ্বের জ্বালানি খাতেও এক প্রভাবশালী ভূমিকা পালন করছে কাতার। ফিলিস্তিন কর্তৃপক্ষকে সহায়তা দেয়ার পাশাপাশি তালেবানকে আলোচনার টেবিলে আনার প্রচেষ্টাও চালাচ্ছে দেশটি। এসব কর্মকাণ্ড দেশটির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

No comments

Powered by Blogger.