রিপাবলিকান রমনির শুভ সূচনা

বছরের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যতম বৃহৎ দল রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। রিপাবলিকান প্রার্থী মনোনয়নে মঙ্গলবার অনুষ্ঠিত আইওয়া অঙ্গরাজ্যের ককাসে মিট রমনি মাত্র ৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ম্যাসাচুসেটসের গভর্নর রমনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সিনেটর রিক স্যানটোরুমকে মাত্র ৮ ভোটে পরাজিত করেন। তৃতীয় অবস্থানে রন পল এবং চতুর্থ স্থানে সাবেক স্পিকার


নিউট গিংরিচ। রিক পেরি পঞ্চম স্থানে। প্রসঙ্গত, মনোনয়ন দৌড়ের এই নির্বাচনকে বেশিরভাগ রাজ্যে বলা হয় প্রাইমারি। তবে কিছু কিছু রাজ্যে হয় ককাস। আইওয়া অঙ্গরাজ্যেও মঙ্গলবার হয়েছে রিপাবলিকান পার্টির ককাস ভোট। ওয়াশিংটন ডিসিসহ ৫০টি অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনে যিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হবেন তাকে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে তার আগে দলের জাতীয় কনভেনশনে বেশির ভাগ অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে বিজয়ী
প্রার্থীর প্রার্থিতা অনুমোদন হতে হবে। জাতীয় কনভেনশন যদি মনে করে প্রাইমারিতে বিজয়ী প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতার জন্য যথেষ্ট যোগ্য নন, তাহলে তিনি মনোনয়ন নাও পেতে পারেন। যুক্তরাষ্ট্রে এমন ঘটনা নজিরবিহীন নয়। এদিকে মঙ্গলবার আইওয়া ককাসের পর বিবিসির সংবাদদাতা মার্ক মারডেল প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এ নির্বাচনের ফল আখেরে রমনির জন্য ভালো কিছু বয়ে আনবে। আইওয়া অঙ্গরাজ্যের ককাসে রিপাবলিকান পার্টির মোট ১ লাখ ২২ হাজার ২৫৫ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে রমনি পেয়েছেন ৩০ হাজার ১৫ ভোট। রিক স্যানটোরুম পেয়েছেন ৩০ হাজার ৭ ভোট। দু'জনেরই ভোটের হার ২৫ শতাংশ। এরপর রন পল পেয়েছেন ২১, নিউট গিংরিচ ১০, রিক পেরি ১০, একমাত্র মহিলা প্রার্থী মিশেল ব্যাচম্যান ৫ ও জন হান্টসম্যান ১ শতাংশ ভোট। আইওয়া ককাসে শোচনীয় হারের পর গতকাল স্থানীয় সময় সকালে সংবাদ সম্মেলন করে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন মিশেল ব্যাচম্যান। রিপাবলিকান পার্টির প্রার্থিতার পরবর্তী নির্বাচন হবে নিউ হ্যাম্পশায়ারে। মনোনয়ন নির্বাচনে জয়ী হওয়ার পর রমনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। পক্ষান্তরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক স্যানটোরুম নির্বাচনী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। টেক্সাসের কংগ্রেসম্যান এবং আইওয়া ককাসে তৃতীয় স্থান অধিকারী রন পল আসন্ন হ্যাম্পশায়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, এ জনসমর্থন অব্যাহত থাকবে এবং আমরা এগিয়ে যাব।
প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচও মনোনয়নের লড়াইয়ে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচন থেকে সরে যাচ্ছি না। সত্য কথা বলার অধিকার আমার আছে। বিবিসি, সিএনএন।

No comments

Powered by Blogger.