বিপিএলে খেলবেন আফ্রিদী ও রাজ্জাক

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল) টি-২০তে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি এবং আবদুর রাজ্জাক। খুব শিগগিরিই পাকিস্তানের এ দুই তারকা ক্রিকেটার ঢাকা আসবেন বলে জানা গেছে।
এদিকে বিপিএলের নিলাম প্রথমে বিদেশেই হবারই কথা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটি কক্সবাজারে স্থানারিত করা হয়েছিল। শেষ পর্যন্ত কক্সবাজারে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে না বলে গতকাল বিকালে জানিয়েছেন বিপিএলের কার্যকরি পরিষদের সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মাদ আলমগীর। আগামী ১৯শে জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএলর নিলাম। গতকাল বিকালে মিরপুরে বিপিএল নিয়ে একাধিক প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে বিপিএলের মতো এতো বড় একটা আসর আয়োজনের জন্য আমরা পর্যাপ্ত সময় হাতে পাচ্ছি না। তারপরও এ টুর্নামেন্ট বর্ণাঢ্য করতে আমাদের কোন কার্পণ্য থাকবে না। বিদেশী ক্রিকেটার প্রসঙ্গে আলমগীর বলেন, ‘সময় স্বল্পতার কারণে বিদেশী ক্রিকেটারদের সঙ্গে ঠিকমতো আলোচনা করতে সমস্যা হচ্ছে। তারপরও আজ (কাল) ৬ ক্রিকেটার বিপিএলে খেলতে রাজি হয়েছেন। পাকিস্তানের শহীদ আফ্রিদি, আবদুর রাজ্জাক, অস্ট্রেলিয়ার অ্যারোন ফ্লিরিঞ্চ, ইংল্যান্ডের জেমস্‌ হিল্ডার্ট, ডেরেন স্টিভেনসন ও পিটার ডেডিভ ট্রেগো।

No comments

Powered by Blogger.