দু’দিন না যেতেই বিপরীত চিত্র

স্পোর্টস ডেস্ক: দু’টি ভিন্ন ম্যাচে শেষ সময়ের গোলে বিপরীত ফল ও অনুভূতি নিয়ে মাঠ ছাড়লো চেলসি ও আর্সেনাল। সোমবার ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় উলভার হ্যাম্পটনের বিপক্ষে এতে ২-১ গোলে জয়ের সঙ্গে স্বস্তি পায় লন্ডন জায়ান্টরা। আর শেষ সময়ের গোলে ফুলহ্যামের কাছে একই ব্যবধানে হার মেনে হতাশা সঙ্গী হয় গানারদের। বিপরীত এ ঘটনায় পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাও অদলবদল হয়েছে জনপ্রিয় ক্লাব দু’টির। এই জয়ে পাঁচ নম্বর থেকে চার-এ উন্নীত হলো চেলসি। আর চার থেকে পাঁচে নেমে গেল আর্সেনাল এ পরাজয়ে। উলভারের মাঠে খেলার ৮৯ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতায় ছিল। শেষ মিনিটে দলের জয়ে মহা গুরুত্বপূর্ণ গোলটি করেন চেলসির বর্ষীয়ান তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর নিজ মাঠে শেষ মিনিটের গোলে আর্সেনালের ভোগান্তির কারণ হন ফুলহ্যাম তারকা ববি জামোরা। ৪৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষস্থান দু’টি দখলে  রেখেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৯ পয়েন্টের টটেনহ্যাম তৃতীয়। লিভারপুল রয়েছে ছয় নম্বর স্থানটিতে। গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লীগের এ খেলায় তোরেসকে পাওয়া যায় অনেকটাই চেনা চেহারায়। উলভার হ্যাম্পটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের এই ম্যাচে গোল না পেলেও ম্যাচজুড়ে ছন্দে দেখা গেছে তোরেসকে।
সোমবারের ফল
অ্যাস্টন ভিলা ০-২ সোয়ানসি
ব্ল্যাকবার্ন ১-২ স্টোক সিটি
ফুলহ্যাম ২-১ আর্সেনাল
কুইন্স পার্ক ১-০ নরউইচ
উলভার ১-২ চেলসি
(স্বাগতিক দল আগে)

No comments

Powered by Blogger.