জয়শ্রী কবির এখন বাংলাদেশে by রবিউল ইসলাম জীবন

সীমানা পেরিয়ে', 'রূপালী সৈকত', 'সূর্য কন্যা' সত্তর-আশির দশকের প্রভৃতি দর্শকনন্দিত চলচ্চিত্রের অভিনেত্রী এবং প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা আলমগীর কবিরের স্ত্রী জয়শ্রী কবির এখন বাংলাদেশে। লন্ডন থেকে ৪ ডিসেম্বর রাতে ঢাকায় পা রাখেন তিনি। খানিকটা বিশ্রাম নিয়েই চলে যান সিলেটে। জয়শ্রী কবির 'গহীনে শব্দ' চলচ্চিত্রের নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মামী। বিমানবন্দরে মামীর সঙ্গে দেখা করতে যান মিঠু। মিঠুর সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানও ছিলেন। মিঠু বলেন,


'মামী এসেছেন একটা মানত পূরণ করতে। ঢাকায় নেমে অল্প কিছু সময় ছিলেন তিনি। ৭ ডিসেম্বর সকালে সিলেট থেকে ঢাকায় ফিরবেন তিনি। ঘণ্টা তিনেক থেকে সেদিনই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।'
সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র দিয়েই এ অঙ্গনে অভিষেক হয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী জয়শ্রী কবিরের। এরপর তিনি কাজ করেন আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্রে। ১৫ বছরেরও বেশি সময় ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ২০০৭ সালে শেষবারের মতো এসেছিলেন দেশে। সে সময় এনটিভির একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। তবে পছন্দের গল্প পেলে এখনো চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ আছে তাঁর।

No comments

Powered by Blogger.