সাবেক মেয়র হানিফের স্মরণসভা-মেয়র পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাঈদ

বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। তিনি বলেন, 'যদি আমার অভিভাবক, বাংলার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে সিটি নির্বাচনে সমর্থন দেন, তাহলে আমিও আমার বাবার মতোই নগরবাসীর সেবা করব।' দলীয় নেতা-কর্মীর সমর্থন ও দোয়াও চান সাঈদ খোকন।


গতকাল সোমবার বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে বশির মিলনায়তনে ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফ স্মরণে আলোচনা সভায় সাঈদ খোকন এসব কথা বলেন। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
বাবার স্মৃতিচারণা করে সাঈদ খোকন আরো বলেন, 'আমার বাবা সারা জীবন বঞ্চিত মানুষের সেবা করেছেন। আমিও আমার বাবার মতো আপনাদের সেবা করতে চাই।'
মঞ্চের সামনের নেতা-কর্মীদের উদ্দেশে সাবেক মেয়রের ছেলে বলেন, 'আমার বাবার নির্বাচনের সময় আপনারা (মহানগর আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী) যেভাবে কাজ করে তাঁকে জয়ী করেছিলেন, তা কোনো দিনই ভোলার নয়। আজ আমাকেও আপনারা উৎসাহ দিচ্ছেন।' এ সময় অনুষ্ঠানে আসা শত শত নেতা-কর্মী করতালি দিয়ে সাঈদ খোকনকে অভিবাদন জানান। স্মরণসভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথের নায়ক ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। তিনি প্রগতিশীল রাজনীতি করতেন। জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন। বঞ্চিত রাজধানী ঢাকাবাসীর দাবি আদায়ে সারা জীবন কাজ করে গেছেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত হানিফের ছেলে সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, শাহে আলম মুরাদ, মুজিবুল হক সরকার, ওমর আলী প্রমুখ।
আইন প্রতিমন্ত্রী বলেন, 'আজ সময় এসেছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের গণজোয়ার সৃষ্টি করতে হবে। যারা গ্রেনেড হামলা করে মেয়র হানিফসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জঙ্গিবাদী, গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলেই মেয়র হানিফের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।'
এম এ আজিজ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথের নায়ক ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। বঞ্চিত রাজধানী ঢাকাবাসীর দাবি আদায়ে তিনি সারা জীবন কাজ করে গেছেন। তিনি বলেন, 'মেয়র হানিফ আমাদের যে রাজনীতি শিখিয়ে গেছেন, আজ তা আর সেই অবস্থায় নেই। রাজনীতিতে তাঁর শূন্যতা আজও আমরা অনুভব করি।'

No comments

Powered by Blogger.