এক ইনিংসে দুই নায়ক মিঠুন-সানি

বারের জাতীয় লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতেই পারছেন না ব্যাটসম্যানরা। তবে ব্যর্থতার বিপরীতে এক-দুজন সেঞ্চুরিও করছেন। গতকাল শুরু হওয়া সপ্তম রাউন্ডের ম্যাচে যেমন সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন। তবু তাঁর দল খুলনার প্রথম ইনিংস ২৫৬ রানে থেমে গেছে আরাফাত সানির ঘূর্ণি-ঝড়ে। ঢাকা মেট্রোর বাঁহাতি এ স্পিনার ৭ উইকেট নিয়েছেন মাত্র ৪৯ রানে। এদিকে বগুড়ায় প্রথম দিনেই তৃতীয় ইনিংস শুরু হয়ে গেছে চট্টগ্রাম-রংপুর ম্যাচের!


প্রতিপক্ষকে মাত্র ১২২ রানে অল আউট করেও প্রথম ইনিংসে 'লিড' নিতে পারেনি চট্টগ্রাম (১১৮)। দিনের শেষ ভাগে কোনো উইকেট না হারিয়েই সে ব্যবধান আরো ৬ রান বাড়িয়ে নিয়েছে রংপুর। ঢাকা বিভাগের লাগাতার ব্যাটিং ব্যর্থতার এবারের ইনিংসটি ১৭৫ রানের। জবাবে ২ উইকেটে ৭১ রান তুলে ফেলেছে সিলেট। যশোর স্টেডিয়ামে ২২২ রানে রাজশাহীর প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে ৭৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বরিশাল।
রাজশাহী স্টেডিয়ামে ঢাকা মেট্রো-খুলনা ম্যাচটির প্রথম দিন দলীয় নয়, ব্যক্তিগত নৈপুণ্যে ভরপুর। ম্যাচের তৃতীয় বলে খুলনার উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখাতে শুরু করেন ঢাকা মেট্রোর আরাফাত সানি। একই ওভারে তিনি ২ উইকেট তুলে নেওয়ার পর সে লড়াইয়ে যোগ দেন মিঠুন। একজন ব্যাটে ঝড় তুলছেন তো অন্যজন স্পিনের মায়াজালে তুলে নিচ্ছেন উইকেট। ১৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১২৯ বলে তিন অঙ্ক ছাড়িয়ে যান মিঠুন। অন্যদিকে সৌম্য সরকার এবং জুবায়েদুর রহমানের সঙ্গে মিঠুনের দুটি জুটি ছাড়া উইকেটের জন্য বেশি অপেক্ষায় থাকতে হয়নি সানিকে। সেই সানি এখন ব্যাটিংয়ে। পাকিস্তানের শাহবাজ বাট আউট হয়ে যাওয়ায় নাইটওয়াচম্যান হিসেবে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গী তিনি। দিনশেষে ঢাকা মেট্রোর ১ উইকেটে ৪৬ রান। ৩৩ বলে ৩০ রান করে ক্রিজে আছেন আশরাফুল।
লেগস্পিনার নুর হোসেন মুন্নার ৫ উইকেট প্রাপ্তিতে রংপুরকে মাত্র ১২২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছিল চট্টগ্রাম, তা ভেঙে চুরমার পেস বোলিংয়ের সামনে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। অফস্পিনার সোহাগ গাজি ৫ উইকেট তুলে সম্ভাবনার আলো দেখিয়েছিলেন বরিশালকে। কিন্তু ২২২ রান নিয়েও রাজশাহীকে সম্ভাবনায় এগিয়ে রেখেছেন মুক্তার আলী। ঢাকা বিভাগের দুই ওপেনারই কাল রানহীন! রবিউল ইসলাম আর তাপস বৈশ্যর পেস বোলিংয়ে ২৪ রানেই খুইয়ে বসেছিল ৫ উইকেট। সে বিপর্যয় থেকে হামাগুড়ি দিয়ে ১৭৫, মন্দ নয়! সে ব্যবধান দুই ওপেনারের বিনিময়ে ৭১ রান কমিয়ে ফেলেছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর : ঢাকা মেট্রো-খুলনা : ঢাকা মেট্রো ১ম ইনিংস ৭৫.৩ ওভারে ২৫৬/১০ (সৌম্য ৫৯, মিঠুন ১০১, আরাফাত সানি ৭/৪৯)। ঢাকা মেট্রো ১ম ইনিংস ১২ ওভারে ৪৬/১ (আশরাফুল ব্যাটিং ৩০, সানি ব্যাটিং ০)।
চট্টগ্রাম-রংপুর : রংপুর ১ম ইনিংস ৩৯.৩ ওভারে ১২২/১০ (তারিক ৩১, নুর হোসেন ৫/৪০) ও ২য় ইনিংসে ২ ওভার ৬/০ (রবিউল ব্যাটিং ৩, মুস্তাকিম ব্যাটিং ১)। চট্টগ্রাম ১ম ইনিংস ৩৪ ওভারে ১১৮/১০ (নাফিস ৩০, আলাউদ্দিন ৪/৪৯, সাজেদুল ৩/১৩)।
রাজশাহী-বরিশাল : রাজশাহী ১ম ইনিংস ৬৪.১ ওভারে ২২২/১০ (জুনায়েদ ৫২, সোহাগ ৫/৭৫)। বরিশাল ১ম ইনিংস ২২.১ ওভার ৭৪/৫ (জাভেদ ব্যাটিং ২০, মুক্তার ৩/২৯)।
ঢাকা-সিলেট : ঢাকা ১ম ইনিংস ৬২.৩ ওভারে ১৭৫/১০ (মোশারফ নুরুল ৩৬, তাপস ৩/৩৮, রবিউল ৪/৩৯, এনামুল ২/৪০)। সিলেট ১ম ইনিংস ২৫ ওভারে ৭১/২ (শাকের ব্যাটিং ১৭, রাজিন ব্যাটিং ১৪)।

No comments

Powered by Blogger.