ফিরে দেখাঃ হেনরি ভ্যানসিটার্ট by ইমরান রহমান

বাংলায় ব্রিটিশ গভর্নর হেনরি ভ্যানসিটার্ট ১৭৭০ খ্রিস্টাব্দের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মারা যান। ১৭৬০-১৭৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন। তার দাদাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম পরিচালক ছিলেন। বাবা আর্থার ভগনসিটার্ট ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী। ১৭৩২ খ্রিস্টাব্দে ভ্যানসিটার্ট জন্মগ্রহণ করেন ব্লুমসবেরিতে। রিডিং স্কুল এবং উইনচেস্টার কলেজে পড়াশোনা শেষে ভ্যানসিটার্ট সোসাইটি অব ফ্রাঙ্কিসকানসে যোগ দেন।

১৭৪৫ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন লেখক হিসেবে। এ কারণে তিনি মাদ্রাজের সেন্ট ডেভিড দুর্গে যাত্রা করেছিলেন। এখানে নিষ্ঠার সঙ্গে কাজ করেন ও রবার্ট ক্লাইভের সঙ্গে পরিচিত হন। ১৭৫৭ সালে কাউন্সিল অব মাদ্রাজের সদস্য হন। ১৭৬০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গভর্নর নিযুক্ত হন। এ সময় তিনি বাংলার পুতুল নবাব মীরজাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাশিমকে মসনদে বসান। এদিকে কোম্পানির বণিকরা নানাবিধ সুবিধা দাবি করতে থাকে, যা স্থানীয় রাজাদের স্বার্থবহির্ভূত ছিল। এই অচলাবস্থার মধ্যে ভ্যানসিটার্ট মীর কাশিমের সঙ্গে চুক্তি করেন। কিন্তু কোম্পানির অধিকাংশ সদস্য এই চুক্তি মেনে নিতে পারেনি। ফলে পরের বছর চুক্তি বাতিল করা হয়। এ অবস্থায় স্থানীয় সুবেদাররা ক্ষুব্ধ হলে ভ্যানসিটার্ট ১৭৬৪ খ্রিস্টাব্দে পদত্যাগ করতে বাধ্য হন।

No comments

Powered by Blogger.