ঈদ উপলক্ষে রেমিট্যান্স চাঙ্গা

দ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে। চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ১০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এসেছিল ৯২ কোটি ডলার। সে হিসাবে একই মাসের তুলনায় ১২ কোটি ডলার বা ১১ দশমিক ৫৩ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে। আর গত সেপ্টেম্বর মাসের তুলনায় ২০ কোটি ডলার বা ১৯ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। প্রতি বছরই ঈদ সামনে রেখে সাধারণত প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১১-১২ অর্থবছরের (জুলাই-অক্টোবর) প্রথম চার মাসে প্রবাসী বাংলাদেশিরা ৪০০ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৫৮ কোটি ডলার। সে হিসাবে একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে ৪২ কোটি ডলার বা ১১ দশমিক ৭৩ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যন্স এসেছে ১০১ কোটি ৫৫ লাখ ডলার; আগস্টে এসেছে ১১০ কোটি, সেপ্টেম্বরে ৮৪ কোটি আর অক্টোবরে এসেছে ১০৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক কর্মকর্তা সমকালকে বলেন, ঈদ সামনে রেখে প্রবাসীরা প্রতি বছরই রেমিট্যান্স বেশি পাঠিয়ে থাকেন। তা ছাড়া প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ পথে দেশে আনতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের নতুন করে এক্সচেঞ্জ হাউজ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সুবিধাভোগীদের হাতে দ্রুততম সময়ে অর্থ পেঁৗছে দিতে ই-পেমেন্ট, পোস্টঅফিস ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে। এসব কারণে রেমিট্যান্স বৃদ্ধিতে ধারবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা করেন।

No comments

Powered by Blogger.