যুক্তরাজ্যে বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে সাইবার হামলা

যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি ও শিল্পপ্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কের স্পর্শকাতর তথ্যকে সাইবার হামলার লক্ষ্যবস্তু করার ঘটনা বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। যোগাযোগবিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকের মহাপরিচালক আইএইন লবব্যান গতকাল সোমবার দ্য টাইমস পত্রিকায় এক নিবন্ধে এ কথা লিখেছেন।
লবব্যান লেখেন, সাইবার হামলার কারণে ‘যুক্তরাজ্যের অর্থনৈতিক অগ্রগতি’ হুমকির মুখে পড়েছে। তিনি আরও লেখেন, ‘এ বছরের গ্রীষ্মে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এবং অন্যান্য সরকারি বিভাগে একটি গুরুত্বপূর্ণ সাইবার হামলার ষড়যন্ত্র করা হয়। কিন্তু তা ব্যর্থ হয়েছে।’
লন্ডনে সাইবার নিরাপত্তাবিষয়ক এক বৈঠকের আগে লবব্যানের এই নিবন্ধ প্রকাশ করা হলো।

No comments

Powered by Blogger.