ক্ষুদ্র, কিন্তু শক্তিশালী ব্যাটারি চার্জার

‘ইনারজি’ নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ও শক্তিশালী ব্যাটারি চার্জার উদ্ভাবন করেছে। এতে আছে মাইক্রো ইউএসবি, মিনি ইউএসবি এবং ৩০-পিন সমর্থিত ম্যাজিক কানেক্টর।
৬৮০০এমএএইচ ক্ষমতার এ ব্যাটারি চার্জারের নাম ‘পকেটসেল ডুয়ো’। হালকা, পাতলা ও শক্তিশালী পোর্টেবল রিচার্জেবল ব্যাটারি হিসেবে এটিই এখন সবার মুখে মুখে। চার্জারটির ওজন ১৩৩ গ্রাম এবং এর পুরুত্ব মাত্র এক ইঞ্চি। এর রয়েছে ইউএসবি পোর্ট। এটি একসঙ্গে দুটি যন্ত্র চার্জ করতে সক্ষম।
ছোট এ চার্জারের মাধ্যমে একটি আইফোন ৫-কে চারবার কিংবা একটি আইপ্যাড ৪-কে ব্যাটারির মোট ক্ষমতার অর্ধেক বা একটু বেশি সময় চার্জ দেওয়া যায়। তা ছাড়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে ব্যাকআপে ৩০ ঘণ্টা পর্যন্ত চার্জ দেওয়া যায়। চার্জারটির আকৃতি একটি ছোট দেশলাইয়ের বাক্সের মতো। চার্জারটি অ্যাপল আইওএস ডিভাইস-সমর্থিত। যেকোনো মানের স্মার্টফোনকে দ্রুত চার্জ করতে সক্ষম ক্ষুদ্র চার্জারটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হচ্ছে ১০০ ডলারে। আশা করা যাচ্ছে, আগামী মার্চ নাগাদ এটি এশিয়ার বাজারে আসতে পারে।
—টেকক্রাঞ্চ অবলম্বনে প্রদীপ সাহা

No comments

Powered by Blogger.