মালালার শোক-গুগলের শ্রদ্ধা

দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। একই সঙ্গে চিকিৎসার জন্য তরুণীকে রহস্যজনকভাবে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মালালা। ভারতীয় সংবাদপত্র দৈনিক ভাস্কর এ তথ্য জানিয়েছে।
দৈনিক ভাস্কর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা মন্তব্যে মালালা দিল্লির ঘটনায় তার অনুভূতি জানায়। ভারত সরকারের সমালোচনা করে সে বলেছে, 'ধর্ষণকারীরা তরুণীকে রাস্তায় ফেলে রেখেছিল, আর ভারত সরকার তাঁকে সিঙ্গাপুরে ফেলে রাখল_এ দুইয়ের মধ্যে পার্থক্য কী?'
প্রসঙ্গত, নারীশিক্ষার পক্ষে সোচ্চার মালালা গত অক্টোবরে তালেবান জঙ্গিদের গুলিতে আহত হয়। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
গুগলের শ্রদ্ধা : ওই তরুণীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠানটি তাদের সার্চ বঙ্রে নিচে একটি মোমবাতির ছবি দেয়। যেখানে লেখা ছিল, 'ইন মেমোরি অব দ্য দিল্লি ব্রেভহার্ট' (দিল্লির সাহসী তরুণীর স্মরণে)।

No comments

Powered by Blogger.