বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড- রিমান্ড শেষে কারাগারে কিবরিয়া ও কাইয়ুম

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি এইচ এম কিবরিয়া ও কাইয়ুম মিয়াকে রিমান্ড শেষে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর হাকিম তানভীর আহমেদ এই আদেশ দেন।
গত ২৭ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ কিবরিয়া ও কাইয়ুমকে তিন দিনের রিমান্ডে নেয়। গতকাল নতুন করে রিমান্ডের আবেদন না থাকায় আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন।
৯ ডিসেম্বর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন: রফিকুল ইসলাম ওরফে শাকিল, রাশেদুজ্জামান ওরফে শাওন, সাইফুল ইসলাম, মামুন অর রশিদ, ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান ওরফে তুহিন, মোসলেহ উদ্দীন ওরফে মোসলেম, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, কাইয়ুম মিয়া ওরফে টিপু, এইচ এম কিবরিয়া ও ইমদাদুল হক। এঁদের মধ্যে রফিক, রাশেদ, মাহফুজ ও ইমদাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

No comments

Powered by Blogger.