ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল সভাপতিসহ ৮ পদে জয়ী

 ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নীল দল আটটি ও সাদা দল ৭টি পদে বিজয়ী হয়েছে। সভাপতি হয়েছেন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক মামুন আহমেদ।
সোমবার ৪টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভূঁইয়া এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের এ নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি, ভোটাধিকার প্রয়োগ করেছেন। অর্থনীতি বিভাগের মোঃ আলী আশরাফ ৩২৮ ভোট পেয়ে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোঃ সেকান্দর চৌধুরী ৩০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা সকলেই ‘হলুদ দলের’ মনোনীত।
নির্বাচনে অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ আবুল মনছুর, কোষাধ্যক্ষ পদে ইংরেজী বিভাগের সুকান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোঃ সেকান্দর চৌধুরী, যুগ্মসম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী পরিষদের ছয়টি পদে যথাক্রমে লোকপ্রশাসন বিভাগের কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী, নাট্যকলা বিভাগের কুন্তল বড়ুয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নাজনীন নাহার ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের মোহাম্মদ নাসিম হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ সাহিদুর রহমান, আইন বিভাগের আবুল বশর মোহাম্মদ আবু নোমান নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আবুল বশর মোহাম্মদ আবু নোমান সর্বোচ্চ ৩৮৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের নানা অপপ্রচার এবং সরকারপন্থী একাংশের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে হলুদ দলের এ বিজয়কে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যের জয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দলে বিভেদসৃষ্টিকারী বার বার পৃথকভাবে প্যানেল দিয়ে নিজেদের বঙ্গবন্ধুর সত্যিকার আদর্শের লালনকারী দাবি করলেও দলের শিক্ষকরা এবারও ব্যালটের মাধ্যমে প্রত্যাখান করেছে তাদের দাবি। বিশ্ববিদ্যালয়ের ‘ডিন নির্বাচনে’র মতো এবারও ‘বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদ’ এর প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

No comments

Powered by Blogger.