সম্পাদক সমীপে

ডায়াবেটিক সেন্টার চাই রাজশাহীর বাগমারা উপজেলা একটি জনবহুল এলাকা। ২টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে বৃহত্তর বাগমারা উপজেলা গঠিত। এ উপজেলায় প্রায় ৩ লাখের অধিক লোকের বাস।
অফিস-আদালত থেকে শুরু করে সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানই এ উপজেলার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা বা সার্বিক অবকাঠামোগত উন্নয়ন না হবার কারণে এ উপজেলার জীবনযাত্রার মান সন্তোষজনক নয়। তাছাড়া ৩ লাখের অধিক মানুষের বাস হওয়া সত্ত্বেও এখানকার স্বাস্থ্যসেবার মান খুবই অপ্রতুল। সবার সবধরনের রোগের চিকিৎসার জন্য একমাত্র সম্বল ছোট্ট একটি হাসপাতাল। সেখানে না আছে চিকিৎসা সেবার দরকারী সরঞ্জাম না মেলে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা। আমাদের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম। কিন্তু এখানে এর কোন নিশ্চয়তা নেই। পরিবেশগত বিপর্যয়ের ফলে দেখা দিচ্ছে নানারকম রোগব্যাধি। বর্তমানে ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনক। নিয়মিত রক্ত/মূত্র পরীক্ষা এবং কঠোর নিয়ম মেনে চলা এই রোগ থেকে ভাল থাকার প্রধান উপায়। এমতাবস্থায় এখানে এই রোগের চিকিৎসার কোন সুযোগ-সুবিধা নেই। অবিলম্বে ভবানীগঞ্জে একটা ডায়াবেটিক সেন্টার স্থাপন করা খুবই দরকার। সরকারী-বেসরকারী প্রচেষ্টায় এখানে এই ডায়াবেটিক সেন্টার নির্মিত হলে এই উপজেলার অসংখ্য মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এ বিষয়ে বাগমারা উপজেলার মাননীয় সাংসদ, বারডেম কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।

জাহেদুর রহমান ইকবাল
গ্রাম ও ডাকঘর : তাহেরপুর পৌরসভা
উপজেলা : বাগমারা, জেলা : রাজশাহী।

No comments

Powered by Blogger.