‘সমাজ গড়ার শিক্ষক ছিলেন খান সারওয়ার মুরশিদ’

.অধ্যাপক খান সারওয়ার মুরশিদ শুধু শ্রেণীকক্ষের শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ গড়ারও শিক্ষক। দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার চেষ্টায় তাঁর অবদান বিস্মৃত হওয়ার নয়।
প্রখ্যাত এই শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী স্মরণে আয়োজিত নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন।
বাংলা একাডেমী, নাগরিক উদ্যোগ, ব্রতী, আলোকিত নগরী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল সোমবার বিকেলে এই সভার আয়োজন করা হয়। বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত ওই সভার শুরুতে খান সারওয়ার মুরশিদের জীবনী পাঠ করেন কথাশিল্পী সেলিনা হোসেন।
সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, একজন আদর্শবান মানুষের সব গুণ তাঁর মধ্যে ছিল। সারা জীবনে এমন কোনো ঘটনা নেই, যা তাঁকে অসম্মানিত করতে পারে।
শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, সমাজেরও শিক্ষক ছিলেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান প্রয়াত খান সারওয়ার মুরশিদের বিভিন্ন ক্ষেত্রে গৌরবজনক ভূমিকার কথা তুলে ধরেন।
ড. কামাল হোসেন বলেন, দেশে এ যাবৎকালের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের মধ্যে খান সারওয়ার মুরশিদের নাম আসতেই হবে।
সভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণা করেন সিরাজুল ইসলাম চৌধুরী, শামসুজ্জামান খান, সন্জীদা খাতুন, সৈয়দ হাসান ইমাম, মফিদুল হক, ইফতেখারুজ্জামান, ফারজানা ইসলাম, সিমিন হোসেন রিমি, খান সারওয়ার মুরশিদের মেয়ে শারমিন মুরশিদ প্রমুখ। স্মরণসভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শোকবক্তব্য পড়ে শোনানো হয়।

No comments

Powered by Blogger.