দিল্লিতে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৩ শতাংশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ধর্ষণের ঘটনা ২০১২ সালে আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে। সরকারি হিসাবে, মহানগর এলাকায় নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। দিল্লিতে গত ১৬ ডিসেম্বর চলন্ত বাসে গণধর্ষণের ঘটনাটিও এ হিসাবের অন্তর্ভুক্ত।
ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী ওই তরুণী ঘটনার ১৩ দিন পর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। দ্রুত বিচার আদালতে আগামীকাল সোমবার থেকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ ব্যক্তির শুনানি শুরু হবে। নাবালক হওয়ার কারণে এ ঘটনায় জড়িত ষষ্ঠজনের বিচার হবে কিশোর আদালতে।
দিল্লির পুলিশ কমিশনার নীরাজ কুমার গত শুক্রবার সাংবাদিকদের বলেন, 'দিল্লিতে ধর্ষণের হার পুরো দেশের তুলনায় অনেক বেশি। ধর্ষণ কমাতে আমাদের আরো উদ্যোগী হতে হবে।' পুলিশ জানায়, ২০১২ সালে ৭০৬টি ধর্ষণের ঘটনা তালিকাভুক্ত করা হয়। এ সংখ্যা আগের বছরের তুলনায় ২৩.৪৩ শতাংশ বেশি। দিল্লির ওই পৈশাচিক ঘটনার দুই সপ্তাহের মধ্যে ৪৫টি ধর্ষণ ও ৭৫টি যৌন হয়রানির অভিযোগ পায় পুলিশ।
দিল্লি শহরে প্রায় এক কোটি ৬০ লাখ লোক বসবাস করে। এই শহরকে বলা হয় 'ভারতের ধর্ষণ রাজধানী'।
সূত্র: এএফপি।

No comments

Powered by Blogger.