পাসওয়ার্ডের বিকল্প নিয়ে ভাবছে গুগল

অনেকের জন্যই পাসওয়ার্ড মনে রাখার বিষয়টি কষ্টের। এ কষ্ট লাঘব করতে পাসওয়ার্ডের বিকল্প ভাবছে বিশ্বের শীর্ষ অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। গুগল উদ্ভাবিত নতুন পদ্ধতিতে ইউএসবি কি বা চাবি,
মুঠোফোন এমনকি গয়না বা অলঙ্কারের মতো বস্তুগুলোকেও কম্পিউটারের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। খবর ডেইলি মেইল-এর।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগল উদ্ভাবিত নতুন পাসওয়ার্ড ব্যবস্থাটি অনেকটাই তালা-চাবি পদ্ধতির মতো। ফেব্রুয়ারি মাস নাগাদ গুগলের কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা নতুন পাসওয়ার্ড পদ্ধতি সম্পর্কে জানাতে পারেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাস্তব জীবনের চাবির মতো একটি ক্ষুদ্রাকার পণ্য তৈরিতে কাজ করছে গুগল। যেকোনো ইউএসবি ড্রাইভের সঙ্গে এই কি বা চাবি জুড়ে দেওয়া যাবে এবং পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। ডেস্কটপ বা ল্যাপটপে এ ইউএসবি চাবিটি জুড়ে দিলেই তা পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। নতুন এ ইউএসবি চাবি পড়ে গেলে বা পনিতে ডুবিয়ে রাখলেও কোনো ক্ষতি হবে না।
জানা গেছে, ‘আইইইই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ম্যাগাজিন’-এর পরবর্তী সংস্করণে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেন গুগলের কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ এরিক গ্রস ও মায়াঙ্ক উপাধ্যায়।

No comments

Powered by Blogger.