সঙ্গী বাছাইয়ে উচ্চতা আগে

পুরুষ তার চেয়ে খাটো নারীকে সঙ্গী হিসেবে পছন্দ করে; আর নারী পছন্দ করে তার তুলনায় লম্বা পুরুষকে। সব ক্ষেত্রে এ পরিসংখ্যান কার্যকর নয়। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে যুক্তরাজ্যের গবেষকেরা জানান,
নারী ও পুরুষের পারস্পরিক পছন্দ-অপছন্দের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নেওয়া হলেও উচ্চতার পার্থক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। তবে অতিরিক্ত লম্বা পুরুষকে বেশির ভাগ নারীই অপছন্দ করে। বিপরীত লিঙ্গের সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নারী ও পুরুষ কী কী বিষয় বিবেচনায় নেয়, তা অনুসন্ধানে গবেষকেরা ১০ হাজার যুগলের ওপর গবেষণা চালান। এতে দেখা যায়, তাদের মধ্যে প্রতি ১০ যুগলের নয়টিতেই পুরুষের উচ্চতা সঙ্গিনীর চেয়ে বেশি (৯২ দশমিক ৫ শতাংশ)। এ ছাড়া, গড়পড়তা পুরুষের উচ্চতা পাঁচ ফুট ১০ ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি। অর্থাৎ নারী ও পুরুষের উচ্চতার গড় পার্থক্য সাড়ে পাঁচ ইঞ্চি।
সঙ্গী বাছাইয়ে উচ্চতা ছাড়াও বিপরীত লিঙ্গের ব্যক্তির শারীরিক গঠন, শিক্ষা ও ব্যক্তিত্ব ভূমিকা রাখে। আবার একজন নারী তার চেয়ে ১৭ শতাংশ বেশি উচ্চতার পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। সেই হিসেবে কোনো পুরুষের উচ্চতা পাঁচ ফুট ১০ ইঞ্চি হলে তার সঙ্গিনীর উচ্চতা হবে সাত ইঞ্চি কম।
নেদারল্যান্ডসের অপর একদল বিজ্ঞানী অন্য এক গবেষণায় সম্প্রতি জানান, পুরুষ নারীর চেয়ে লম্বা হলে ভালো। তবে বেশি লম্বা ভালো নয়। গড়পড়তা উচ্চতাসম্পন্ন পুরুষই নারীর কাছে বেশি আকর্ষণীয়। এর আগে অপর একটি গবেষণায় বলা হয়েছিল, লম্বা পুরুষদের তাড়াতাড়ি বিয়ে করা ও সন্তান নেওয়ার প্রবণতা বেশি। তবে মাত্রাতিরিক্ত লম্বা বা খাটো পুরুষ অনাকর্ষণীয়। ইনডিপেনডেন্ট

No comments

Powered by Blogger.