পেছনে তাকাতে চান না তামিম

চিটাগং কিংস বনাম দুরন্ত রাজশাহী, নাকি চিটাগং কিংস বনাম তামিম ইকবাল? একাডেমি মাঠে কাল দুরন্ত রাজশাহীর অনুশীলন শেষে প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছিল তামিমকে। তামিম বোধ হয় ‘টার্ন’টা বুঝলেন।
ব্যাট চালাতে তাই বেশ সতর্ক। যে দিন গেছে, সে দিন আর ফিরিয়ে আনতে চাইলেন না বাঁহাতি এই ওপেনার, ‘আমরা সবাই পেশাদার ক্রিকেটার। এটাকে ব্যক্তিগতভাবে নিলে আমারই ক্ষতি, বাড়তি চাপ তৈরি হবে আমার ওপর। আর তাতে দলও ক্ষতিগ্রস্ত হবে। এটা তেমন কিছু ছিল না।’
টাকাপয়সা নিয়ে চিটাগং কিংসের সঙ্গে প্রথম বিপিএলের রেষারেষিটা এবারের বিপিএলে আর টেনে আনতে চাইলেন না তামিম। অবশ্য ক্রিকেটীয় ভদ্রতার স্বার্থে হয়তো এ কথাগুলোই বলার কথা। নইলে আজকের ম্যাচে তামিম বনাম চিটাগং কিংস লড়াইটা অনুচ্চারে হলেও থাকবে। চট্টগ্রামের ছেলে হয়েও চট্টগ্রামের দলে খেলতে না-পারাটা একটুও কি পোড়ায় না? হয়তো পোড়ায়। কিন্তু তামিম এটাকেও দেখতে চাচ্ছেন পেশাদার দৃষ্টিতে, ‘সবাই-ই চায় নিজের জায়গার হয়ে খেলতে। তবে আমি রাজশাহীতে এসে খুশি। পাকিস্তানি খেলোয়াড়দের ছাড়া একটু সমস্যা হলেও আমরা চেষ্টা করছি কালকের (আজ) আগেই যেন প্রস্তুত হতে পারি।’ আজকের ম্যাচে বিদেশিদের মধ্যে শুধু মঈন আলী আর শন আরভিনকেই পাচ্ছে দুরন্ত রাজশাহী। তবে প্রথম দুই ম্যাচের অধিনায়ক তামিম আশাবাদী স্থানীয়দের নিয়েও, ‘বাংলাদেশের খেলোয়াড় যারা আছে, তারাও যথেষ্ট ভালো। আমরা একটা ভালো ম্যাচই আশা করছি।’
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে অবশ্য তামিমের দিকেই বেশি তাকিয়ে থাকবে তাঁর ফ্র্যাঞ্চাইজি। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো খেলে আসার পর উত্তুঙ্গ আত্মবিশ্বাস থাকার কথা তাঁর নিজেরও। ‘নিউজিল্যান্ডের কন্ডিশন ভিন্ন হলেও রানে থাকলে যেকোনো জায়গায় খেলার জন্যই সেটা প্লাস পয়েন্ট। তবে এটাও ঠিক, নিউজিল্যান্ড সফরে আমি সফল হলেও প্রত্যেক খেলোয়াড়ের জন্যই প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে পুরো টুর্নামেন্টই ভালো হওয়ার সুযোগ আছে’—বলছিলেন তামিম।
ছয় বিদেশির উপস্থিতি কাগজে-কলমে আজ এগিয়ে রাখছে তামিমের প্রতিপক্ষ চিটাগং কিংসকেই। ব্রেন্ডন টেলর, জেসন রয়, রবি বোপারা, কেভন কুপার চলে এসেছেন। কাল রাতের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল জ্যাকব ওরাম আর শন টেইটেরও। সঙ্গে এনামুল হক জুনিয়র ও আরাফাত সানির স্পিন এবং রুবেল হোসেনের পেস বোলিংয়ের ওপর নির্ভর করে বিপিএলের শুরুটা ভালো করতে চাচ্ছেন চিটাগং কিংস অধিনায়ক মাহমুদউল্লাহও, ‘প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ভালো শুরু হলে সবাই অনুপ্রাণিত হবে। দেশি-বিদেশিদের নিয়ে দলের ভারসাম্যও চমৎকার।’
শুরুতে একটা তামিম-ঝড় অবশ্য সেটিকেও অর্থহীন বানিয়ে দিতে পারে।

No comments

Powered by Blogger.