প্রধানমন্ত্রী আজ গোপালগঞ্জ যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জে আসছেন। দিনব্যাপী গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়ার নানা কর্মসূচীতে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে সকাল সোয়া ১০টায় টুঙ্গীপাড়ায় পৌঁছবেন এবং সাড়ে ১০টায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে বেলা ১১টায় বঙ্গবন্ধু মাজার মসজিদ কমপ্লেক্সের বটতলায় ঢাকাস্থ গোপালগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত এইচএসসি, এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এছাড়াও ওই ভেন্যুতে থেকেই তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের টুঙ্গীপাড়া শাখার উদ্বোধন ঘোষণা করবেন এবং কোটালীপাড়ার ভাঙ্গারহাট ও রাধাগঞ্জ বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকান-মালিক ও ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ করবেন। এরপর নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বেলা ৩টায় তিনি সড়কপথে টুঙ্গীপাড়া থেকে সদর উপজেলার গোবরা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও নির্মাণাধীন ভৌত অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই ভেন্যুতেই তিনি গোপালগঞ্জ শহরে নবনির্মিত মধুমতি লেকের পাড়ে স্থাপিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গোপালগঞ্জ রিজিওনাল অফিসের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জের কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় তিনি বিশ্ববিদ্যালয় থেকে গোপালগঞ্জ শহরে পৌঁছবেন এবং শিশুবন এলাকায় নবনির্মিত গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করবেন। বিকেল ৪টা ২৫ মিনিটে শহরের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

No comments

Powered by Blogger.