ভারতের সঙ্গে মোবাইল যোগাযোগ চালুর ইঙ্গিত পাকিস্তানের

পাকিস্তান ও ভারতের মধ্যে মোবাইল ফোন যোগাযোগ চালুর বিষয়ে রাজি হয়েছে পাকিস্তানের তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়। তবে এর আগে বেশ কিছু বিষয়ের নিষ্পত্তি করতে হবে। গত বৃহস্পতিবার জাতীয় পরিষদের বাণিজ্যবিষয়ক স্থায়ী কমিটি এ তথ্য জানিয়েছে।দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহারের ঘাটতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করে।


জাতীয় পরিষদের সদস্য শিরিন আরশাদ খান বলেন, অমৃতসরে তাঁর একটি দোকান আছে; কিন্তু সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো টেলিফোন ছাড়া সেখানে যোগাযোগের আর কোনো উপায় নেই। মোবাইল ফোন যোগাযোগ চালুর ক্ষেত্রে দুই দেশের টেলিকম কম্পানিগুলোর মধ্যে কৌশলগত সংযোগের অভাবই প্রধান বাধা বলে মনে করেন বাণিজ্যসচিব মুনির কোরেশি। কারণ সেক্ষেত্রে তাঁদের পরিচালনাকারী কম্পানি বা বোর্ডের কাছ থেকে অনুমোদন নিতে হয়। সূত্র

No comments

Powered by Blogger.