সাংহাইয়ে 'এক কুকুর নীতি'

'এক সন্তান নীতির' মতো চীনের সাংহাই নগরীতে পরিবারপ্রতি পোষা কুকুরের সংখ্যাও একটির মধ্যে সীমাবদ্ধ রাখতে নতুন আইন পাস করা হয়েছে। আগামী ১৫ মে থেকে নতুন আইন কার্যকর হবে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় মালিকানাধীন 'চায়না ডেইলি' এ খবর জানায়। আইনে আরো বলা হয়েছে, কুকুরের বাচ্চা হলে তাদের বয়স তিন মাস হওয়ার আগেই সেগুলোকে যেসব প্রতিবেশীর কুকুর নেই তাদের দিতে হবে কিংবা সরকার অনুমোদিত কেন্দ্রে পাঠাতে হবে।


নতুন আইনের ফলে সাংহাইয়ে ছয় লাখ কুকুর অবৈধ ঘোষিত হবে।
কুকুরের সংখ্যার লাগাম টেনে ধরা নিয়ে দীর্ঘদিন ধরে নগরীতে বিতর্ক চলে আসছিল। গত বছর এক লাখ ৪০ হাজারের বেশি লোক লাইসেন্সবিহীন কুকুর কামড়ের শিকার হয় বলে পুলিশের কাছে অভিযোগ করে। কর্মকর্তারা বলেছেন, কুকুরের অবাধ ঘেউ ঘেউ, এর বর্জ্য ও আক্রমণ করার ঝুঁকি শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে হুমকি হয়ে দেখা দিচ্ছিল। বেইজিংভিত্তিক ম্যাগাজিন 'ডগ ফ্যানস্' এর এক জরিপে দেখানো হয়েছে, ২০০৯ সালের শেষ নাগাদ চীনের প্রধান ২০টি শহরে পোষা কুকুরের সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি ৮০ লাখ। প্রতিবছর এর সংখ্যা ৩০ শতাংশ হারে বাড়ছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.