ওসামা হত্যা অভিযানের ভিডিও গেমস-নেভি সিলের সাত সদস্যের শাস্তি

ভিডিও গেম তৈরিতে সহায়তা করতে গোপন তথ্য ফাঁসের দায়ে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী নেভি সিলের সাত সদস্যকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে অংশ নেওয়া এক সদস্যও রয়েছেন। নৌবাহিনীর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।


সংবাদমাধ্যম জানায়, যাঁদের শাস্তি দেওয়া হয়েছে তাঁরা সবাই 'নেভি সিল টিম-৬'-এর সদস্য। তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে গত বৃহস্পতিবার এক কর্মকর্তা বলেন, 'শাস্তি হিসেবে ইতিমধ্যেই তাঁদের তিরস্কার করে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রত্যেকের দুই মাসের বেতন থেকে অর্ধেক করে কেটে রাখা হচ্ছে।' অন্য এক কর্মকর্তা জানান, সিলের আরো চার সদস্যের বিরুদ্ধেও একই অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস নির্মিত 'মেডেল অব অনার : ওয়ারফাইটার' নামের ভিডিও গেমটি তৈরিতে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন নেভি সিলের এই সদস্যরা। এ সময় তাঁরা নেভি সিলের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। গত বছর পাকিস্তানে নেভি সিলের ওসামা বিন লাদেন হত্যা অভিযানের সঙ্গে মিল রেখে এই গেমটি তৈরি করা হয়। কর্মকর্তাদের মতে, গেমটি সরাসরি ওসামা হত্যার বিষয় না হলেও এতে নেভি সিল বাহিনীর বাস্তব অভিযান চিত্রের প্রতিফলন রয়েছে। সূত্র : গার্ডিয়ান ও বিবিসি।

No comments

Powered by Blogger.