যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি অটোরিকশা মালিকদের

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীতে অটোরিকশা চালানো বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে মহানগর প্রাইভেট সিএনজি অটোরিকশা মালিক সমিতি। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। নেতারা জানান, সরকারের দ্বৈতনীতির কারণে অটোরিকশা মালিকরা মারাত্মক ক্ষতির সন্মূখীন। একদিকে সিএনজি অটোরিকশা বন্ধের আদেশ আসছে, অপরদিকে বিআরটিএ কর্তৃপক্ষ সিএনজি নীতির বাইরে রেজিস্ট্রেশন দিচ্ছে। আমরা শংকিত, অটো রিকশাগুলোকে যদি ঢাকা মহানগরীর বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাহলে এগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে এবং প্রায় ৩ হাজার কোটি টাকার ক্ষতি হবে। সংগঠনের নেতারা বলেন,  ঢাকা মহানগরীতে দুই কোটিরও বেশি লোক বসবাস করছে। মধ্য ও নিম্নবিত্ত আয়ের মানুষ অতিপ্রয়োজনীয় বাহন হিসেবে অটোরিকশাকে সকলে গ্রহণ করে নিয়েছে। সরকার ঢাকা মহানগরী থেকে নির্দিষ্ট নম্বরের অটোরিকশা সরিয়ে দিলে ঢাকার মানুষ চরম ভোগান্তিতে পড়বে। আর নগরবাসীকে ভোগান্তিতে থেকে রক্ষা করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর প্রাইভেট সিএনজি অটোরিকশা মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ওবায়দুল হক প্রমুখ। বক্তারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার অটোরিকশা মালিকদের ওপর কোনো প্রকার অন্যায় আদেশ দিলে যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

No comments

Powered by Blogger.