পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বললেই জনগণ মেনে নেবেনা: মান্না

স্টাফ রিপোর্টার: নাগরিক ঐক্যে’র আহবায়ক মাহমুদুর রহমান মান্না পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে যেসব চিঠি বিনিময় হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করার আহবান জানিযেছেন। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত নাগরিক সমাজ গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মান্না বলেন, পদ্মাসেতুর দুর্নীতি সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্বব্যাংক কি অভিযোগ করেছে তা আজ পর্যন্ত আমরা জানি না। সরকারের পক্ষ থেকে শুধু দুর্নীতি হয়নি বললে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, সাগর-রুনীর হত্যাকাণ্ডে কেউ কেউ অযাচিত কথা বলেছেন, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। অথচ সরকার তার বিচার করছে না। সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.