চট্টগ্রাম বিএনপির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত by আহমেদ কুতুব,

ট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংঘাত এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকতে নগর বিএনপিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গতকাল সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক


ডা. শাহাদাৎ হোসেনকে জরুরি তলব করেন খালেদা জিয়া।\গত ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নগর বিএনপির সমাবেশে মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে নগর যুবদলের সভাপতি কাজী বেলাল বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী এবং যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তি বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের অনুসারী।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, 'বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ কয়েক দিনের জন্য কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা থেকে বিরত থাকতে বলেছেন। নগর বিএনপির কমিটি স্থগিত করা হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগর বিএনপি কোনো কর্মসূচি পালন করবে না। কেন্দ্রীয় বিএনপি নগর বিএনপির কার্যক্রম চালাতে যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই নগর বিএনপি পরিচালিত হবে।' গত ৬ ডিসেম্বর যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে আমীর খসরু বলেন, 'রোডমার্চের আগে ম্যাডাম যুবদলের নতুন ঘোষিত কমিটি স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ম্যাডামের নির্দেশ না মেনে দিপ্তি মিছিল নিয়ে সমাবেশে এলে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়।'
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন বলেন, 'খসরু ভাইয়ের বাসায় আমরা খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া অন্য কারো নাম ধরে মিটিং-মিছিল করা থেকে বিরত থাকব বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ৬ তারিখের সমাবেশে খসরু ভাই ও কাজী বেলালের নাম ধরে স্লোগান দেওয়া শুরু হলে প্রথমে খসরু ভাই তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে তাদের থামানো যায়নি। ওই সময় দিপ্তি মিছিল নিয়ে পার্টি অফিসে ঢুকলে হঠাৎ খসরু ভাই উত্তেজিত হয়ে ওঠেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।' আমীর খসরুর অনুসারী নগর যুবদলের সভাপতি কাজী বেলাল বলেন, 'নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ ও মোশাররফ হোসেন দিপ্তি পরিকল্পনা অনুযায়ী পার্টি অফিসে শান্তিপূর্ণ সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। শাহাদাৎ-দিপ্তির নির্দেশে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে ১০-১২ জনকে আহত করা হয়েছে। তারা নিজেরা হামলা করে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য আমাদের ওপর দোষ চাপাচ্ছে। '
ডা. শাহাদাতের অনুসারী নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তি বলেন, 'দলীয় কার্যালয়ে বিএনপির স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আমরা মিছিল নিয়ে ঢোকার পর নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী আমাদের গালমন্দ করে মেরে পার্টি অফিস থেকে তাড়িয়ে দিতে নির্দেশ দেন। এরপর খসরু ভাই ও যুবদল সভাপতি কাজী বেলালের অনুসারীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে পার্টি অফিস থেকে তাড়িয়ে দেয়।'

No comments

Powered by Blogger.