এরশাদকে বিরোধী দলের নেতা করে নির্বাচনের নীলনকশা হচ্ছে-ফখরুল

স্বৈরাচার' এরশাদকে নিয়ে ক্ষমতাসীনরা একতরফা নির্বাচনের নীলনকশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অবিলম্বে একীভূত ঢাকা দাবি করেন তিনি। গতকাল বুধবার একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ফখরুল বলেন, নব্বইয়ের ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।


নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।\ টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে ফখরুল বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকার কোনো উদ্যোগ নেয়নি। উল্টো প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা দিলি্ল থেকে ফিরে এসে বলেছেন, ওই বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ উপকৃত হবে। আর বিশেষজ্ঞরা বলেছেন, এ বাঁধ হবে ৩ কোটি মানুষের মরণ ফাঁদ। বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ফখরুল অবিলম্বে একীভূত ঢাকার দাবি জানান। যুবদল এ সমাবেশের আয়োজন করে। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর 'হামলা'র প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
'রাজনীতিতে প্রশিক্ষণের বিকল্প নেই' : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী এবং জ্ঞানভিত্তিক রাজনৈতিক চর্চার জন্য নেতাকর্মীদের প্রশিক্ষণের বিকল্প নেই। নেতাকর্মীদের অবশ্যই জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে। বুধবার দলের রাজনৈতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও যুক্তরাষ্ট্রের সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশালের উপ-প্রধান ডেভিড ডিডম্যান বক্তব্য রাখেন।
গণবিস্ফোরণের সময় এসেছে_ মওদুদ : সরকার সবক্ষেত্রে ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নগর জাগপার উদ্যোগে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর 'হামলা'র প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ সভাপতি জেবেল রহমান গনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি গোলাম মুর্তজা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বক্তব্য রাখেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারই ১৯৫ চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল। এবার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কিছু ব্যক্তিকে বিচারের আওতায় এনে ৪০ বছর পর জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহিদ।
টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে স্মারকলিপি : টিপাইমুখ বাঁধ বন্ধে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একতরফাভাবে বাংলাদেশবিনাশী টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় সংগঠনটি।

No comments

Powered by Blogger.