নক্ষত্রের ফিরে আসা

কোহিনূরের জন্ম বাংলাদেশে। স্বাধীনতা যুদ্ধের পর এক নরওয়েজীয় পরিবার দত্তক গ্রহণ করে তাঁকে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। বড় হয়ে সেই খুদে কোহিনূরই হয়ে ওঠেন একজন সংগীতশিল্পী। শুধু তা-ই নয়; কোহিনূর এখন আন্তর্জাতিক তারকা! বিশ্বব্যাপী তাঁর পরিচিতি! স্বাধীনতার প্রায় ৪০ বছর পর এই শিল্পী এবার ফিরে এসেছেন নিজ মাতৃভূমিতে। তাও আবার একজন আন্তর্জাতিক তারকা হিসেবে। প্রথমবারের মতো কোহিনূর বাংলাদেশে এসেছেন


বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করার জন্য। কোহিনূরের এই সফর উপলক্ষে ৩ ডিসেম্বর ঢাকার কাপা কফি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় আয়োজক লাইভ স্কয়ার কনসার্টস এবং তাদের নরওয়ের সহযোগী রিকসকনসার্টিন। সেখানে জানানো হয়, ডিসেম্বরজুড়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করবেন কোহিনূর। এরই মধ্যে কয়েকটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে গান করবেন বাংলাদেশি ফোক ফিউশন ব্যান্ড লালন। সংবাদ সম্মেলনে এ সময় কোহিনূর ও লালন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুলে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কোহিনূর। এ ছাড়া রোটারি ক্লাবের জন্য একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ব্যান্ড লালনের সঙ্গে 'কোহিনূর মিটস লালন' শীর্ষক একটি কনসার্টে সংগীত পরিবেশন করবেন। আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজে সংগীতবিষয়ক একটি কর্মশালা পরিচালনা করবেন কোহিনূর এবং স্থানীয় সংগীতশিল্পী ও পরিচালকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্যান্ড লালনের সঙ্গে একটি গানও রেকর্ড করবেন। ঢাকার বাইরে যাবেন তিনি। গান পরিবেশন করবেন কঙ্বাজারের হোটেল সিগালে এক কনসার্টে। এ ছাড়া কোহিনূর মাদার তেরেসা অনাথ আশ্রমে যাবেন, যেখান থেকে তাঁকে দত্তক গ্রহণ করা হয়েছিল। ঢাকার বটমলি হোম অনাথ আশ্রমে যাবেন পোষ্য সন্তানের সঙ্গে সময় কাটাতে। কোহিনূর বলেন, 'এত বছর পর মাতৃভূমিতে ফিরে আসতে পেরে আমি দারুণ আনন্দিত! দেশে সব কিছুই উপভোগ করছি আমি। আশা করি, পুরো সময়টাই দারুণ কাটবে।' লাইভ স্কয়ার কনসার্টসের সিইও নাফিস আহমেদ জানান, 'এমন একজন বিখ্যাত শিল্পীকে দেশে ফিরিয়ে আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। কোহিনূরের প্রতিটি কার্যক্রমই আনন্দদায়ক হবে বলে আমরা আশা করছি।'

No comments

Powered by Blogger.