মুম্বাই টেস্ট-টেন্ডুলকারের সেঞ্চুরি নয় ভারতের নজর হোয়াইটওয়াশে

ক বছরের মধ্যে দ্বিতীয়বার ওয়াংখেড়ে স্টেডিয়াম সাজছে একই প্রতীক্ষায়। তবে আগেরবারের মতো এবারও আছে অন্য রকম আরেকটি অর্জনের হাতছানি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া মুম্বাই টেস্টের আগে সব ছাপিয়ে আলোচনায় যথারীতি শচীন টেন্ডুলকারের 'সেঞ্চুরি'।গত মার্চে নাগপুরে ক্যারিয়ারের ৯৯তম আন্তর্জাতিক সেঞ্চুরি করার পর থেকে যেখানেই খেলতে নেমেছেন শচীন টেন্ডুলকার, তাঁর শততম সেঞ্চুরির প্রতীক্ষায়


সেজেছেন ভক্তরা। বিশ্বকাপেরই ফাইনাল ম্যাচটি হয়েছিল এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে_টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য সেটা ছিল এক আদর্শ মঞ্চ। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দল বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতলেও সেদিন হয়নি টেন্ডুলকারের সেঞ্চুরি। এবারও সামনে অন্য রকম একটা লক্ষ্য। তিন টেস্টের সিরিজের প্রথম দুটিতে জিতে ভারতের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি। ধোনি-লক্ষ্মণসহ দলের সবাই বলছেন তাঁদের ভাবনায় জয়টাই আগে। টেন্ডুলকার তো প্রকাশ্যেই বলেছেন সেঞ্চুরি নিয়ে আলোচনাটা আর ভালো লাগছে না তাঁর। কিন্তু তাঁর ভালো না লাগলে কি হবে, অসাধারণ এ অর্জনকে বরণ করার প্রস্তুতি চলছে এখানেও, চলছে একটু বেশি করেই! টেন্ডুলকারের নিজের মাঠ বলে কথা।
পশ্চিম বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতো টেন্ডুলকারের সেঞ্চুরি বরণের 'বিশেষ' আয়োজনের ঘোষণা অবশ্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন দেয়নি। কিন্তু একটা কাজ করেছে তারা, সাধারণ গ্যালারির টিকিটের দাম রেখেছে কম, ফলে গ্যালারির টিকিট বিক্রি প্রায় শেষ। এ ছাড়া গ্যালারিতে হাজার দুয়েক স্কুল শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে বিনা টিকিটেই। তাই ইডেনের মতো খাঁ খাঁ গ্যালারি দেখার সম্ভাবনা কম। ঘরের ছেলের এমন অর্জন দেখতে চাইবেন না মুম্বাইয়ের ক্রিকেটভক্তরা, তা কি হয়!
তবে বিশ্বকাপ ফাইনালে যেমন টেন্ডুলকারের অর্জন ছাপিয়ে ধোনির দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ২৮ বছর পর শিরোপা জয়, এ ম্যাচেও তেমনি তারা পাখির চোখ রাখছেন হোয়াইটওয়াশের দিকে। কলকাতা টেস্টে টেন্ডুলকারের জন্য সাজানো মঞ্চ দখল করে সেঞ্চুরি করা ভিভিএস লক্ষ্মণ যেমন বলছিলেন, 'আমরা অবশ্যই সিরিজটা জিততে চাই ৩-০-তে, এটাই আমাদের লক্ষ্য। আমরা এ বিষয়েই জোর দিতে চাই, আর যদি শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারি, সেটা দারুণ ব্যাপার হবে।'
এ সিরিজটি এখন পর্যন্ত যেভাবে এগিয়েছে, তাতে লক্ষ্মণরা এ আশা করতেই পারেন। ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই ওয়েস্ট ইন্ডিজ আসলে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। বিশেষ করে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপকে দুবার অল আউট করার মতো শক্তি ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা দেখাতে পারেননি। এ ম্যাচের আগে অবশ্য বোলিংয়ে ছোটখাটো একটা সুখবর আছে সফরকারীদের জন্য, সেরে উঠেছেন দ্বিতীয় টেস্ট মিস করা রবি রামপাল। কাফ মাসলের ইনজুরির কারণে গতকাল অনুশীলন মিস করেছেন শিবনারায়ণ চন্দরপল, তবে তিনিও খেলবেন এ ম্যাচে। ভারতের কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের সফলতম ব্যাটসম্যান তিনি, এ সিরিজেও একটি সেঞ্চুরিসহ দুই শ'র বেশি রান করেছেন। তাই ওয়েস্ট ইন্ডিয়ানদের কাছে তাঁর অভিজ্ঞতাটুকু খুবই জরুরি।
ভারতীয় দলে পরিবর্তন বলতে একটাই, যুবরাজ সিং বাদ পড়েছেন। তাঁর বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন রোহিত শর্মা, তবে একাদশে খুব সম্ভব থাকছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের তিনটি টেস্টে খেলা বিরাট কোহলি। আর পেসার ঈশান্ত শর্মার জায়গায় বরুন অ্যারনকে আরেকটি সুযোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
ভারতীয়দের ভাবনায় অবশ্য ফিরে আসার কথা ৯ বছর আগের কলকাতা টেস্টের স্মৃতি। সেবার, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ হোয়াইটওয়াশের সম্ভাবনা নিয়ে খেলতে নেমেছিল সৌরভ গাঙ্গুলীর দল, কিন্তু শেষ পর্যন্ত টেন্ডুলকার আর লক্ষ্মণের বীরত্বে কোনোরকমে হার এড়াতে পেরেই খুশি থাকতে হয়েছিল। এবার নিশ্চয়ই সেটার পুনরাবৃত্তি চাইবে না তারা। ক্রিকইনফো

No comments

Powered by Blogger.