প্রথম দিন পাকিস্তানের-শ্রীলংকা ২৩৯/১০ -পাকিস্তান ৪২/০

টেস্ট ক্রিকেটের ইতিহাসে গতকালের দিনটা ছিল পাকিস্তানের জন্য একটু স্পেশাল। ৫৯ বছর আগে এ দিনে প্রথম টেস্ট জিতেছিল তারা। দিনটাকে স্মরণীয় করে রাখলেন পাকিস্তানি বোলাররা। আবুধাবি টেস্টের মতো কাল দুবাই টেস্টের প্রথম দিনেও তারা অলআউট করেছে শ্রীলংকাকে। দিলশানদের ২৩৯ রানের বেঁধে রাখার পর কোনো উইকেট না হারিয়ে ৪২ রানে দিন শেষ করেছে পাকিস্তান।


আজ ৩৪তম জন্মদিন পালন করছেন লংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। গতকাল রাত ১২টায় জন্মদিনের কেক কাটার জন্য তিনিও একটি শুভ উপলক্ষ তৈরি করেছেন। পাক বোলারদের সামনে তুমুল প্রতিরোধ গড়ে তুলে পূরণ করেছেন ক্যারিয়ারে ৩৭তম অর্ধশতক। সেঞ্চুরিটাও পেয়ে যেতেন, যদি আবদুর রেহমানের বলে একটু অমনযোগী না হতেন। আবুধাবি টেস্টের মতো অবশ্য কাল দুবাই টেস্টে বাজে ফিল্ডিং করেননি পাকিস্তানি ফিল্ডাররা। বাউন্সি উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। কিন্তু শুরুতেই উমর গুলের তোপের মুখে পড়ে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। ১৫৪ রানেই ৮ উইকেট হাওয়া লংকানদের। একপ্রান্ত আগলে রেখে ৭৮ রান করে আউট হন সাঙ্গাকারা। নবম উইকেট জুটিতে হেরাথ আর ওলেগেদারা ৭৫ রান যোগ করে শ্রীলংকাকে ২৩৯ পর্যন্ত নিয়ে যান। গুল ছাড়াও সাঈদ আজমল ৩টি এবং জুনায়েদ ও রেহমান মিলে নেন ২টি করে উইকেট।

No comments

Powered by Blogger.