গোপন নথি প্রকাশ বন্ধ করছে উইকিলিকস

তহবিল-সংকটের কারণে বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের গোপন নথি প্রকাশ আপাতত বন্ধ রাখা হচ্ছে। আর এ বছরের শেষের দিকে সাইটটি বন্ধ হয়ে যেতে পারে। গত সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ কথা জানিয়েছেন।
অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকসের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তাদানকারী কোম্পানিগুলোর অর্থ গত ডিসেম্বরে বন্ধ করে দেওয়া হয়েছে। অযৌক্তিকভাবে এই সহায়তা বন্ধ করায় তাদের আয়ের পরিমাণ ৯৫ শতাংশ কমে গেছে। এ কারণে আপাতত উইকিলিকসের গোপন বার্তা প্রকাশ বন্ধ রাখা হচ্ছে।’
অ্যাসাঞ্জ আরও বলেন, ‘আগামী বছর প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার জন্য আমাদের ৩৫ লাখ ডলার প্রয়োজন হবে। এই অর্থ না পেলে বছরের শেষের দিকে সাইটটি বন্ধ হয়ে যেতে পারে।

No comments

Powered by Blogger.