জিম্বাবুয়ের অবিশ্বাস্য রান তাড়া

ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতা পাঁচটি ম্যাচের তিনটিই জিতেছে নিউজিল্যান্ড। বড় রান তাড়া করে জেতার অনুভূতিটা ভালোই জানা তাদের। তবে ওই ম্যাচগুলোতে প্রতিপক্ষের মানসিক অবস্থাটা কেমন হয়েছিল, সেটা কাল ভালোই টের পেল দলটি। ৩২৮ রান করেও জিম্বাবুয়ের বিপক্ষে হারল তৃতীয় ওয়ানডেতে।
জিম্বাবুয়ে তাদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ১ বল ও ১ উইকেট হাতে রেখে। অন্যদিকে এই প্রথম এত বড় রান করেও হারল নিউজিল্যান্ড।
ম্যালকম ওয়ালার ও এল্টন চিগুম্বুরার ১১২ রানের ষষ্ঠ উইকেটজুটিরই মূল ভূমিকা জয়ে। মাত্র ১৪ ওভারেই আসে এই রান। ৩ চার ও ৩ ছয়ে চিগুম্বুরা ৪৩ বলে ৪৭ করে আউট হয়ে গেলেও ৭৪ বলে ৯৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাচসেরা ওয়ালার। ব্রেন্ডন টেলর (৭৫) ও টাটেন্ডা টাইবুও (৫৩) রেখেছেন বড় ভূমিকা।
এর আগে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। অধিনায়ক রস টেলর (১১৯) ও কেন উইলিয়ামসনের (১০০*) জোড়া সেঞ্চুরিতেই তিন শ ছাড়ায় আগেই সিরিজ জিতে নেওয়া নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে দলীয় রেকর্ড ১৯৫ রান তোলে এই জুটি।

No comments

Powered by Blogger.