সির্তে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে শতাধিক নিহত

লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির জন্মশহর সির্তে গত সোমবার রাতে একটি জ্বালানি তেলের ট্যাংক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। একজন সামরিক কমান্ডার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, দুর্ঘটনাবশত এটা ঘটেছে।
ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের কমান্ডার লেইথ মোহাম্মদ বলেন, সোমবার রাতে বিকট এক বিস্ফোরণের পর তেলের ট্যাংকে আগুন ধরে যায়। এতে শতাধিক মানুষ নিহত ও আরও অর্ধশত আহত হয়। বহু মানুষ ভিড় করে তাদের গাড়িতে জ্বালানি ভরার সময় এ বিস্ফোরণটি ঘটে। কমান্ডার আরও জানান, পাশের একটি বৈদ্যুতিক জেনারেটর থেকে একটি স্ফুলিঙ্গ এসে জ্বালানি ট্যাংকটিতে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, শহরটিতে গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতিরোধ থেমে যাওয়ার পর কিছু কিছু বাসিন্দা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। এনটিসির কমান্ডার জানান, সির্তের পতনের পর যুদ্ধে ক্ষতিগ্রস্ত শহরবাসী ঘুরে ঘুরে তাদের সহায়সম্বলের খোঁজ করছে।

No comments

Powered by Blogger.