কারচুপি হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন : আমান

সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। গতকাল বুধবার নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় সংগঠনটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এই হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার রিটার্নিং অফিসারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি নেতারা বলেন, জরুরি প্রয়োজনে এই সভা ডাকা হয়েছে। কারণ সমস্যাগুলো খুবই মারাত্মক।


সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রশাসন থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেননা সরকারের ব্যর্থতার কারণে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয় হবেন। আর কোনো ধরনের কারচুপির ঘটনা ঘটলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নির্বাচনে রিটার্নিং অফিসারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান আওয়ামী লীগের লোক। এ কারণে আমাদের মধ্যে ভীতি রয়েছে। সদর থানার ওসি নিজে আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছেন। সুতরাং সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি তাঁদের পদে বহাল থাকলে সিটি করপোরেশন নির্বাচনে তাঁরা দলের পক্ষে কাজ করবেন।

No comments

Powered by Blogger.