ইসরায়েল ও মিসরের বন্দী বিনিময় চুক্তি সই

মিসরে বন্দী এক ইসরায়েলি গুপ্তচরকে মুক্তির বিনিময়ে ২৫ জন মিসরীয়কে মুক্তি দেওয়া হবে। দুই দেশের কর্তৃপক্ষ গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
মিসরের সরকারি টেলিভিশনের এক খবরে বলা হয়, ইসরায়েলি গুপ্তচর ইলান গ্রাপেলকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী তিন শিশুসহ ২৫ মিসরীয়কে মুক্তির বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সই করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্রাপেলকে মুক্তি দিতে রাজি হয়েছে মিসর। সেই সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দী ২৫ মিসরীয়কে মুক্তির ব্যাপারে অনুরোধ জানিয়েছে তারা। ইসরায়েল এতে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বের অধিকারী গ্রাপেল ১২ জুন থেকে মিসরের কারাগারে বন্দী। গত ফেব্রুয়ারিতে মিসরের গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের সময় ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগে তাঁকে বন্দী করা হয়।

No comments

Powered by Blogger.