মানচিনিকে আদালতে নিয়ে যাচ্ছেন তেভেজ

চুক্তি ভঙ্গের পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি ক্লাব তাই কার্লোস তেভেজকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাস্তিটাও হচ্ছে তিন ধাপে-দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা, চার সপ্তাহের বেতন কেটে নেওয়া আর নিয়মিত দলের সঙ্গে অনুশীলন থেকে বিরত রাখা। এর মধ্যে প্রথমটি এরই মধ্যে ভোগ করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, শেষটিও চলছে মাসখানেক ধরে, মিউনিখের সেই আলোচিত ঘটনার পর থেকেই। সেই অর্থে নতুন শাস্তি তাই তাঁর বেতন কেটে রাখা।


ক্লাবের ডিসিপ্লিনারি কমিটির এ সিদ্ধান্ত শুনে কিন্তু দারুণ ক্ষুব্ধ 'কার্লিতোস', সিদ্ধান্ত নিয়েছেন মানহানির মামলা করবেন কোচ রবার্তো মানচিনির বিরুদ্ধে!গত মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সিটির একাদশে ছিলেন না তেভেজ। মানচিনির অভিযোগ, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকার করেছিলেন তেভেজ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড বরাবরই বলে আসছেন তিনি কেবল ওয়ার্মআপ করতে চাননি, মাঠে নামতে তাঁর আপত্তি ছিল না। এ নিয়ে তদন্তের পর ক্লাব কর্তৃপক্ষ তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নাকি 'আহত' বোধ করেছেন তেভেজ! তাঁর জনসংযোগ উপদেষ্টা পল ম্যাকার্থি স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, 'ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের অভিযোগ ওয়ার্মআপ করতে না চাওয়ার, বিরোধ এটা নিয়েই। কিন্তু তিনি মাঠে নামতে চাননি-এমন অভিযোগ ওঠায় আহত হয়েছেন তেভেজ। তিনি মনে করেন এতে তাঁর সম্মান ক্ষুণ্ন হয়েছে।'
শাস্তির বিরুদ্ধে অবশ্য ক্লাবের নির্বাহী বোর্ডের কাছে আপিল করতে পারবেন তেভেজ। এ জন্য দুই সপ্তাহ সময় আছে তাঁর হাতে। তবে সিটিতে আর তাঁর ভবিষ্যৎ নেই, এটা এখন প্রায় নিশ্চিত। পুরো ব্যাপারটায় তাঁর নিজের ক্ষতি হলেও লাভ হতে পারে তাঁর পুরনো ক্লাব করিন্থিয়ানসের! তিন মাস আগে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও তাঁকে কিনতে পারেনি তারা, কিন্তু এখন ব্রাজিলের এ ক্লাবের সভাপতি আন্দ্রেস সানচেজ জানাচ্ছেন পরিবর্তিত পরিস্থিতিতে আবার তেভেজের করিন্থিয়ানসে যোগ দেওয়ার সম্ভাবনা জেগেছে, এবং সেটা মাত্র ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে! ওয়েবসাইট

No comments

Powered by Blogger.