ব্যাংককসহ ২০ প্রদেশে পাঁচ দিনের ছুটি ঘোষণা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্যাংককের পার্শ্ববর্তী চাও ফ্রায়া নদীর পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় থাই সরকার ব্যাংককসহ বন্যাকবলিত ২০টি প্রদেশে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এদিকে ব্যাংককের দ্বিতীয় প্রধান বিমানবন্দর দন মুয়াংয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে বিঘ্নিত হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল।
থাই মন্ত্রিপরিষদ দেশের বন্যার পরিস্থিতি নিয়ে গতকাল এক জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে বন্যার ত্রাণ কার্যক্রম কেন্দ্রের (এফআরওসি) প্রধান প্রাচা প্রোমনঙ্গ জানান, মন্ত্রিপরিষদ আগামীকাল ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এ সময় বিদ্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের সব সরকারি দপ্তর বন্ধ থাকবে।
গত সোমবার ব্যাংককের চাও ফ্রায়া নদীর পানি ২ দশমিক ৩০ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হলে গভর্নর শুকুমভান্দ পারিবাত্রা পূর্ণ সতর্কতা জারি করেন। এর পরপরই ছুটির ঘোষণা দেওয়া হয়।
এদিকে ব্যাংককের দন মুয়াঙ বিমানবন্দরে বন্যার পানি ঢুকে পড়ায় অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশের দুটি প্রধান বাণিজ্যিক বিমান সংস্থার বিমান চলাচলের জন্য এ বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।

No comments

Powered by Blogger.