বাগেরহাটে পাচারকালে ওএমএসের চাল আটক

 বাগেরহাটে আবারও পাচারকালে ট্রাক বোঝাই ওএমএসের চাল আটক হয়েছে। রবিবার সন্ধ্যায় কোস্টগার্ড শরনখোলা উপজেলার রায়েন্দা বাজার গার্লস স্কুলের মোড় থেকে এই চাল বোঝাই ট্রাক আটক করে।
কোস্টগার্ড শরনখোলা ইউনিট কমান্ডার আবদুল কাদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে কালো বাজারে বিক্রির জন্য পাচারকৃত ওএমএসের চাল বোঝাই একটি ট্রাক আটক করা হয়। এতে ওএমএসের ৯৫ বসত্মা চাল পাওয়া গেছে। ট্রাক বোঝাই এই চাল কালো বাজারে বিক্রির জন্য শরনখোলা থেকে খুলনায় পাচার করা হচ্ছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপারসহ অন্যরা পালিয়ে যায়। আটক চালসহ ট্রাকটি শরনখোলা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশিস্নষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। চালের মালিক কে বা কারা এ ব্যাপারে তদনত্ম চলছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান। তবে জনশ্রম্নতি মতে, মতাসীন দলের স্থানীয় প্রভাবশালী এক নেতার ছেলে এই ওএমএসের পাচারকৃত চালের সঙ্গে জড়িত। প্রসঙ্গত গত একপ কাল আগে বাগেরহাট বিসিক শিল্প নগরী থেকে অনুরূপ পাচারকালে চাল বোঝাই ট্রাক আটক হয়। এতে ২৫০ বসত্মা চাল ছিল।

No comments

Powered by Blogger.