ইরাকে পুলিশের সদর দপ্তরে হামলা নিহত ৩৩

ইরাকে পুলিশের সদর দপ্তরে জঙ্গি হামলায় অন্তত ৩৩ জন মারা গেছে। আহত হয়েছে ৭০ জন। রাজধানী বাগদাদের উত্তরে কিরকুক শহরে গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। হামলায় জঙ্গিরা গাড়িবোমা, আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে।
হামলাকারীরা ওই সদর দপ্তর দখলের চেষ্টা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে কেউ ঘটনার দায় স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা পুলিশের গাড়ির মতো একটি গাড়ি ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। তিন হামলাকারীর পোশাকও ছিল পুলিশ সদস্যদের মতো। তারা প্রথমে পুলিশের সদর দপ্তরের প্রধান ফটকের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর ফটকের ভেতরে ঢুকতে বেশ কয়েকটি গ্রেনেড ছোড়ে। কিন্তু সেখানে ঢোকার আগেই নিরাপত্তারক্ষীদের গুলিতে তারা নিহত হয়। পুলিশ জানায়, দুই জঙ্গি তাদের শরীরে বিভিন্ন বিস্ফোরক পদার্থ বহন করে। কিরকুকের জরুরি সেবা বিভাগের প্রধান জেনারেল নাতাহ মোহাম্মদ সাবর জানান, হামলায় ৩৩ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দীর্ঘদিন ধরেই তেলসমৃদ্ধ কিরকুকে সরকার ও কুর্দিদের মধ্যে বিরোধ চলে আসছে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.