প্রবাসের খবরঃ ইউকেবিডিনিউজের পঞ্চম বর্ষে পদার্পণে নানা আয়োজন by রাজিব হাসান

নানা আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে ইউকেবিডিনিউজ কার্যালয়ে পালিত হয়েছে এ অনলাইনের পঞ্চম বর্ষে পদার্পণ। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন স্তরের ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা এসে ইউকেবিডিনিউজ টিমকে অভিনন্দন জানান।
গত ৩১ জানুয়ারি বৃহস্পতিবার লন্ডনে ইউকেবিডিনিউজের সম্পাদকীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ষপূর্তি আয়োজিত হয়। ব্রিটেনের প্রথম ২৪ ঘণ্টার বাংলা অনলাইন নিউজ পোর্টাল ইউকেবিডিনিউজ এই আয়োজন বাংলা মিডিয়ার সংবাদকর্মী ও কমিউনিটির ব্যক্তিদের এক মিলনমেলায় পরিণত হয়।

আগামী দিনগুলোতে ইউকেবিডিনিউজ যেন সবসময়ের মতোই কমিউনিটির পাশে থাকে সেই প্রত্যাশা করেন তারা। শুভেচ্ছা বিনিময় করতে একে একে আসেনÑ টাওয়ার হ্যামলেটসের স্পিকার রাজীব আহমেদ, টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র অহিদ আহমদ, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর হেলাল আব্বাস, কাউন্সিলর খালিস উদ্দিন, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর ও ইউকে বাংলা প্রেস কাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়াইব, সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক বাংলানিউজের ম্যানেজিং ডাইরেক্টর আবদুর রব মল্লিক, জেএমজির ম্যানেজিং ডাইরেক্টর মনির আহমেদ, এস এ টিভির ডাইরেক্টর শিরিন আকতার সামান্তা, সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, বাংলানিউজ২৪ ডট কমের লন্ডন প্রতিনিধি আনাস পাশা, বাংলা টিভির নিউজ এডিটর মিলটন রহমান, চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার কামাল মেহেদী, সুভাস দাশ, বিএনপি নেতা এম এ মালেক, গোলাম রব্বানী, রেজাউল কবির রাজা, আবদুল মোহিত সোহেল, মোহাম্মাদ হেলাল, যুবলীগ নেতা সেলিম খান, জামাল খান, সাইফুল ইসলাম দুদু, সাংবাদিক রহমত আলী, চ্যানেল আই ইউরোপের এম এ আর মুরাদ, চয়ন কিং, মাহবুব রহমান, বাহার উদ্দিন, এনটিভি ইউরোপের শাহানেওয়াজ রকি, চ্যানেল নাইনের নুরুল ইসলাম শাহিন, আব্দুল হান্নান, সাপ্তাহিক বাংলা টাইমস ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নাসির, মুনজের আহমদ চৌধুরী, তানভির হাসান, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের ব্যারিস্টার ইকবাল, ব্যারিস্টার তমিজ উদ্দিন, যুবদল নেতা আবদুল বাছিত বাদশা, ছাত্রলীগ নেতা সরোয়ার কবির, সাংবাদিক এম কাইয়ুম, ফটোগ্রাফার খালিদ হোসাইন, নতুন দিনের মো: কাওসার, তানজির আহমেদ রাসেলসহ আরো অনেকে।

ইউকেবিডিনিউজ কার্যালয়ে আগত অতিথিদের শুভেচ্ছা জানান, ইউকেবিডিনিউজের সম্পাদক সোয়েব কবীর, বার্তা সম্পাদক হেফাজুল করিম রকিব, ফিচার এডিটর রাজিব হাসান, মো: ইমরান, মহিতুর রহমান বাবলু, ইকরামুল ইসলাম, ইকবাল ফেরদৌস, মো: কাদের জিলানী, মুনির চৌধুরী প্রমুখ।

বিএনপি ও আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে প্রবাসীদের অন্তর্ভুক্তির দাবি

এনা নিউ ইয়র্ক  থেকে জানায়, মার্চে বিএনপির জাতীয় সম্মেলনে গঠিতব্য নয়া কমিটিতে প্রবাসের পরীতি নেতাকর্মীদের অন্তর্ভুক্তির দাবি উঠেছে। ১/১১ পরবর্তী পরিস্থিতি থেকে এখন পর্যন্ত যারা বহির্বিশ্বে দলের জন্য কাজ করছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র কংগ্রেস, জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ব্রিটিশ পার্লামেন্ট এবং ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা প্রশাসনে লবিং চালাচ্ছেনÑ তাদের মূল্যায়নের স্বার্থেই যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন ও বেলজিয়ামের কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে বহির্বিশ্বে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরো জোরদার হবে বলেও উল্লেখ করেন জাতীয়তাবাদী ঘরানার লোকজন। কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, আমেরিকা বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, মূলধারার রাজনীতিক ডা: শাহ আলম, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু প্রমুখ গত ছয়-সাত বছর মূলধারার বিভিন্নপর্যায়ে সক্রিয় রয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট বহির্বিশ্বে বিএনপির সাংগঠনিক নেটওয়ার্ক চাঙ্গা রেখেছেন। মাঠপর্যায়ের নেতাকর্মীরা আশা করছেন, এসব নেতৃবৃন্দ কেন্দ্রে সুযোগ পেলে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিএনপির অনৈক্য স্থায়ীভাবে মিটে যাবে। তবে একই সাথে সময়ের পরীায় উত্তীর্ণ নেতাকর্মীর সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নয়া কমিটিও গঠন করে দিতে হবে। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় সরাসরি কেন্দ্রীয় হস্তেেপর বাইরেও নয়া কমিটি গঠন করা যাবে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই সে দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্নপর্যায়ের কমিটির অনুমোদন দেয়ার মাধ্যমে।

এ দিকে বিএনপির মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন এমন নেতার অভাব নেই। তাদের অনেকেই ঠাঁই পাননি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে। কিংবা পেলেও যোগ্য স্থান পাননি। তাদের কয়েকজনকে কেন্দ্রীয় বিভিন্ন সাব কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে অপর নেতাকর্মীরাও উৎসাহ পাবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট, জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক মহল ও মূলধারায় যাদের বিচরণ তারা এ সুযোগ পেতে পারেন। নেতাকর্মীদের মুখে মুখে এখন পর্যন্ত যাদের নাম উচ্চারিত হচ্ছে তার অন্যতম হলেনÑ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মূলধারার রাজনীতিক ড. নূরন্নবী, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের নেতা ড. খন্দকার মনসুর, ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, বস্টন ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত প্রমুখ। জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সাব কমিটিসহ বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে মাঠে কর্মরতরা আরো উৎসাহ পাবেন।

No comments

Powered by Blogger.