এবার স্বামীর বংশীবাদন শুনতে নয়াদিল্লি যাবেন দীপু মণি

সমুদ্রসীমা ও সীমান্ত নিয়ে বিরোধ চলছে ভারতের সাথে। তিস্তার পানিচুক্তিও হয়নি। হবে কি না তা নিয়ে রাজ্যের সংশয়। এর মধ্যে দিল্লিতে বাঁশি বাজাতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির স্বামী তৌফিক নেওয়াজ।
উকিল স্বামীর বংশীপ্রেমে স্ত্রী দীপুও ছুটে যাচ্ছেন সেখানে। মিসরে অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে অংশ নিয়েই তার নয়াদিল্লি  হয়ে দেশে ফেরার কথা। স্বামী  তৌফিক নেওয়াজের বংশীবাদন উপভোগ ছাড়াও তার  ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথেও  সৌজন্য সাাতে মিলিত হওয়ার কথা রয়েছে।

৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে যোগ  দেয়ার উদ্দেশে গতকাল রোববার সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে ৯ ফেব্রুয়ারি নয়াদিল্লি পৌঁছবেন দীপু মনি। ওই দিন নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজাবেন তার স্বামী তৌফিক  নেওয়াজ। স্বামীর বংশীবাদন উপভোগ করতে ওই অনুষ্ঠানে যোগ দেবেন দীপু মনি।

দিল্লিতে স্বল্পকালীন অবস্থান শেষে ১০ ফেব্রুয়ারি  দেশের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী।

No comments

Powered by Blogger.