শ্যুটার ওবামা

কানেকটিকাটের একটি স্কুলে গত ১৪ ডিসেম্বর এক ছাত্রের বেপরোয়া গুলিতে ২০ শিশুসহ ২৬ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে বিতর্ক জোরালো হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের প্রস্তাব করেন।
এমন অবস্থায় অস্ত্র ব্যবহারের পক্ষের লোকজন প্রশ্ন তোলে, ওবামা কখনো গুলি ছুড়েছেন কি না। গত সপ্তাহে 'দ্য নিউ রিপাবলিক' সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো ওবামা শ্যুটিং নিয়ে তাঁর শখের কথা জানান, 'ক্যাম্প ডেভিডে অবকাশযাপনের সময় আমি সব সময় শ্যুটিং করি।' এর পরই গত শনিবার হোয়াইট হাউস ওবামার স্কিট শ্যুটিংয়ের একটি ছবি প্রকাশ করে। কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাবের প্রতি জনসমর্থন বাড়াতে আজ সোমবার থেকে প্রচার শুরু করছেন ওবামা। এর আগেই ছবিটি প্রকাশ করা হলো। এটি গত বছরের ৪ আগস্ট ক্যাম্প ডেভিড থেকে তোলা। ছবি : এএফপি

No comments

Powered by Blogger.