চট্টগ্রামে প্রিমিয়ার ভার্সিটি ডিনের পদত্যাগ ॥ ভিসি অবরুদ্ধ

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিা বিভাগের ডিন পদত্যাগের ঘটনায় বিুব্ধ শিাথর্ীরা উপাচার্যকে অবরম্নদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যনত্ম অবরম্নদ্ধ থাকার পর র্যাব-পুলিশের সহায়তায় উপাচার্যকে মুক্ত করা হয়।
জানা গেছে, সমপ্রতি এ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিা বিভাগের ডিন ড. মিলন কানত্মি ভট্টাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। কিন্তু কয়েকদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে না আসার কারণে শিাথর্ীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। রবিবার ঐ শিককে পুনর্বহালের দাবিতে বিুব্ধ শিাথর্ীরা বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার ঘোষণা দেয়। পরণে শিাথর্ীরা রাসত্মায় নেমে উপাচার্য ড. অনুপম সেনের বিরম্নদ্ধে সেস্নাগান দিতে থাকে। পুরো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যাকাল্টির শিাথর্ীরা জড়ো হয়ে উপাচার্যকে অবরম্নদ্ধ করে রাখে। দিনভর অবরম্নদ্ধ থাকার পর উপাচার্য পুলিশ ও র্যাব প্রশাসনের সহায়তায় মুক্ত হবার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে শিাথর্ীদের প্রশাসনের লোকজন পুনর্বহালের আশ্বাস দিয়ে ঐ শিককে ক্যাম্পাসে আসতে অনুরোধ জানান। প্রশাসনের অনুরোধে তিনি ক্যাম্পাসে এসে শিাথর্ীদের এ বিষয়ে কর্মসূচী পালন থেকে বিরত থাকতে বলেন। এমনকি এ সময় তিনি শিাথর্ীদের উদ্দেশে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।

No comments

Powered by Blogger.