'ছেলে দোষী হলে ফাঁসি দিন'

গণধর্ষণে জড়িত অভিযোগে আটক একজনের বাবা বলেছেন, তাঁর ছেলে যদি সত্যিই অপরাধী হয়, তবে তাকে ফাঁসি দেওয়া হোক। হিন্দি অনলাইন সংবাদপত্র নবভারত টাইমস গত মঙ্গলবার জানায়, অভিযুক্ত বিনয় কুমারের বাবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে সাজা দেওয়ার দাবি করবেন কি না_এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার ঘরেও মেয়ে আছে। আমার ছেলে যদি অপরাধ করে থাকে তবে তো তাকে সাজা পেতেই হবে।' তিনি জানান, ছেলে যদি দোষী হয় তবে তার ফাঁসির দাবি করবেন তাঁরা।
বিনয়ের মা সাংবাদিকদের জানান, ছেলে ঘরে শুয়ে ছিল। পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে গেছে। ছোট ছেলেকেও ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মা আরো বলেন, যদি তাঁর ছেলে এ ধরনের কাজ করে থাকে, তবে তা অন্যায়। সে ক্ষেত্রে ছেলের পক্ষ নেবেন না তিনিও। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.